Header

ইউসিবি ক্রেডিট কার্ড

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ক্রেডিট কার্ড কিভাবে করবেন

ভিসা ও মাস্টার ফিচারে ইউসিবি ক্রেডিট কার্ড এর রয়েছে বিশেষ বিশেষ সুযোগ-সুবিধা যা ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম ও সিগনেচার কার্ড ক্যাটাগরিতে পাওয়া যায়

ads 1

অন্যান্য সকল বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মতই ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক তার গ্রাহকদের সকল ধরনের ব্যাংকি সুযোগ-সুবিধার পাশাপাশি ইউসিবি ক্রেডিট কার্ড সুবিধাও প্রদান করে থাকে। ইউসিবি ক্রেডিট কার্ড হিসেবে ভিসা ও মাষ্টার দুইধরনের কার্ডই প্রদান করে আসছে। বিশেষ বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম ও সিগনেচার নামে কয়েক ধরনের ক্রেডিট কার্ড রয়েছে এই বাণিজ্যিক ব্যাংকটির। তবে কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেওয়ার পূর্বে পাওয়ার যোগ্যতা, ব্যবহারের নিয়ম, খরচ ইত্যাদি জেনে নেয়া উচিত। এছাড়া, আমরা সাধারণত কোনো কার্ড নেওয়ার পূর্বে খুঁজে থাকি কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো, ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম, ক্রেডিট কার্ড খরচ ও ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা।

ইউসিবি ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা

বর্তমান সময়ে নগদ টাকা বহনের ঝামেলা হতে মুক্তি পেতে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিaয়ে অনলাইন কেনাকাটায় পেমেন্ট করতে ক্রেডিট কার্ড এর জনপ্রিয়তা বেড়েছে। প্লাস্টিক মানি খ্যাত এই ক্রেডিট কার্ড ব্যাংক গড়পড়তা সকল গ্রাহককে দেয় না। সকল ব্যাংকই ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত জুড়ে দেয়।

ইউসিবি ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা হিসেবে রয়েছে চাকুরীজীবী, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবী যাদের মাসিক আয় ৩০ হাজার বা তার বেশি। এছাড়াও, কোনো গ্রাহকের নির্দিষ্ট অঙ্কের আমানত থাকলে সেই আমানতের বিপরীতেও ইউসিবি ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতার শ্রত রয়েছে। এর পাশাপাশি গ্রাহকের ১২ ডিজিটের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন থাকা আবশ্যক।

ইউসিবি ক্রেডিট কার্ড আবেদনের নিয়ম

ক্রেডিট কার্ড আবেদনের জন্য অবশ্যই ব্যাংক নির্ধারিত কোনো শাখা, উপশাখা, এজেন্ট অফিস কিংবা প্রতিনিধির নিকট হতে ক্রেডিট কার্ডের জন্য নির্ধারিত আবেদন ফর্ম নিয়ে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদন ফরমটি চাকরিজীবী, অন্যান্য পেশাজীবী বা ব্যবসায়ীগণ তাদের আয়ের প্রমাণপত্র, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি’র ফটোকপি ও নির্দিষ্ট সাইজের ছবি এবং নমিনির এনআইডি’র ফটোকপি ও ছবিসহ জমা করতে হবে। ব্যাংক তার ভেরিফিকেশ ও অন্যান্য কার্যক্রম শেষে গ্রাহকের ঠিকানায় কুরিয়ার মারফত কার্ডটি পাঠিয়ে দিবে।

ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম

কুরিয়ার মারফত ক্রেডিট কার্ডটি পাওয়ার পর পরই একটি কার্ড ব্যবহার উপযোগী কিংবা একটিভ থাকে না। কার্ডটি একটিভ করতে হলে কার্ড-এর সাথে পাঠানো পিন দিয়ে ভেরিফাই করতে হবে এবং গ্রাহক নতুন পিন দিয়ে নিশ্চিত করে নিবেন। তারপর একটি নির্দিষ্ট সময় পর তা একটিভ হবে এবং লেনদেনের জন্য উপযুক্ত হবে।

ইউসিবি ক্রেডিট কার্ড সুযোগ-সুবিধা

ইউসিবি ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে ভিসা ও মাস্টার কার্ড দুই ধরনের কার্ডই দিয়ে থাকে। এই দুই ধরনের কার্ডে ক্লাসিক, গোল্ড ও প্লাটিনাম এই তিনটি ফিচার রয়েছে। এর পাশাপাশি ভিসা সিগনেচার নামে একটি স্পেশাল ফিচারযুক্ত কার্ড নির্দিষ্ট গ্রাহকদের দিয়ে থাকে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য সাধারন সকল সুযোগ-সুবিধার পাশাপাশি নিত্য নতুন ফিচার ইউসিবি তাদের গ্রাহকদের জন্য যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডুয়েল কারেন্সি কার্ড 

ইউসিবি তাদের সকল ক্রেডিট কার্ডেই ডুয়েল কারেন্সি ফিচারটি দিয়ে থাকে। ইউসিবি ক্রেডিট কার্ড দিয়ে একজন গ্রাহক চাইলে দেশের সকল অনলাইন মার্কেটপ্লেসের পাশাপাশি আন্তর্জাতিক ৩০ মিলিয়নেরও বেশি ষ্টোরে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও, বিদেশ ভ্রমণে একজন গ্রাহক এই কার্ডের বিপরীতে ১২০০ ডলার পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

ফ্রি সাপ্লিমেন্টারী কার্ড

ইউসিবি তাদের সকল ক্রেডিট কার্ডেই দিচ্ছে সাপ্লিমেন্টারী কার্ড যা সম্পূর্ণ ফ্রি। মুল কার্ডের মত সাপ্লিমেন্টারী কার্ডে রয়েছে একই সুযোগ-সুবিধা এবং লেনদেন ট্র্যাক করার অপশন। ব্যাংক কর্তৃক মুল কার্ডে দেয়া সকল অফার সাপ্লিমেন্টারী কার্ডধারীও উপভোগ করতে পারবেন।

ফাস্ট ক্যাশ সুবিধা

ইউসিবি তাদের সকল ক্রেডিট কার্ডেই দিচ্ছে ফাস্ট ক্যাশ সুবিধা যার মাধ্যমে একজন গ্রাহক তার জন্য নির্ধারিত সীমার ৫০% পর্যন্ত ক্যাশ বা নগদ ইউসিবি এটিএম হতে কিংবা ভিসা বা মাস্টার লগো সম্বলিত এটিএম হতে উত্তোলন করতে পারবেন।

ইন্টারেস্ট বিহীন কেনাকাটা সুবিধা

ইউসিবি তাদের সকল ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের দিচ্ছে ৪৫ দিনের কোনো ধরনের চার্জ বা ইন্টারেস্ট ছাড়া কেনাকাটা করার সুবিধা। ইউসিবি সকল কার্ডের বিপরীতে মাসে একবার স্ট্যাটমেন্ট ইস্যু করে এবং ইস্যু তারিখ হতে ১৫ দিন পর্যন্ত বিল পরিশোধের সুযোগ থাকে।

ইজি রিপেমেন্ট সুবিধা

ইউসিবি ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের জন্য রয়েছে ইজি রিপেমেন্ট সুবিধা যার মাদ্যমে একজন গ্রাহক চাইলে তার কার্ডের বিপরীতে আসা এমাউন্টের ৫% বা সর্বনিম্ন ৫০০ টাকা পরিশোধ করে তা পরবর্তী মাসের সাথে সমন্বয় করতে পারেন।

সহজ বিল পরিশোধের সুবিধা

ইউসিবি ক্রেডিট কার্ডধারীগণ তাদের কার্ডের বিল ইউসিবি আকাউন্ট থেকে, ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট অফিস, অন্য ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অপশন থেকে, বিকাশ, নগদ, উপায় দিয়ে পরিশোধ করতে পারবেন।

ads 1

ইউসিবি ক্রেডিট কার্ড চেক পেমেন্ট

ইউসিবি-ই একমাত্র ব্যাংকযারা ক্রেডিট কার্ডের বিপরীতে গ্রাহকদের চেক প্রদান করে থাকে। উক্ত চেক দিয়ে পেমেন্ট করেও সর্বোচ্চ ৪৫ পর্যন্ত ‘নো ইন্টারেস্ট’ উপভোগ করা যায়। এই চেক দিয়ে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক মার্চেন্ট একাউন্টে বিল পরিশোধ করা যায়।

UCB Credit Card EMI Facility বা ০% ইন্টারেস্ট সুবিধা 

ইউসিবি ক্রেডিট কার্ডধারীদের জন্য সবথেকে বড় সুবিধা হলো যেকোনো কেনাকাটায় বিল পরিশোধে ০% ইন্টারেস্টে ইক্যুয়েল ইন্সটলমেন্ট পেমেন্ট সুবিধা যেখানে গ্রাহক তার কেনা পণ্যের মূল্য ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধর সুযোগ পান কোনো ধরণের সুদ কিংবা চার্জ ছাড়াই।

ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা

ইউসিবি ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিশ্বের সকল বিমানবন্দরে অবস্থিত লাউঞ্জ উপভোগ করার সুবিধা।

বাই-ওয়ান-গেট-ওয়ান ও ৫০% ছাড় সুবিধা

ইউসিবি ক্রেডিট কার্ডধারীদের জন্য দেশজুড়ে নামি-দামি হোটেল রেস্টুরেন্টে বাই-ওয়ান-গেট-ওয়ান সহ বিভিন্ন বুফেতে রয়েছে ৫০% ছাড় সুবিধা যা গ্রাহকগণ বছরজুড়ে উপভোগ করতে পারবেন। এছাড়া, কুয়াকাটা, সিলেট ও কক্সবাজার এলাকায় অবস্থিত ৫ তারকা হোটেলেও ছাড় উপভোগের সুযোগ থাকছে।

নিরাপদ লেনদেনের নিশ্চয়তা

ইউসিবি ক্রেডিট কার্ডধারীদের লেনদেন ভিসা কর্তৃক নিরীক্ষিত ‘ভেরিফাইড বাই ভিসা’ এবং মাস্টার কার্ড এর ‘সিকিউর কোড’ দ্বারা পরিচালিত হয়। প্রতিটি লেনদেন টু-ওয়ে ভেরিফিকেশন নিশ্চিত করা হয় যা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কনফার্মেশন এর মাধ্যমে শেষ হয়।

এসএমএস এলার্ট সুবিধা

বেশ কিছু সেবার বিপরীতে ইউসিবি ক্রেডিট কার্ডধারীগণ এসএমএস নোটিফিকেশন পেয়ে থাকেন তন্মধ্যে প্রধান প্রধান বিষয়গুলো

  • প্রতিটি লেনদেন সম্পন্ন হলে,
  • বিল পরিশোধের অবগতি ৩ দিন পূর্বে,
  • প্রতি মাসের বিল ও সর্বনিম্ন বকেয়া,
  • কার্ড কার্যকর বা এক্টিভেশন, এবং
  • বিল পরিশোধিত হলে।

জিরো লস সুবিধা

কোনো কারনে ইউসিবি কার্ড হারিয়ে গেলে এবং সাথে সাথে তা কাস্টমার সার্ভিসকে অবগত করলে সেই কার্ড থেকে যেকোনো লেনদেনদের রয়েছে নিশ্চিত পেরত পাওয়ার নিশ্চয়তা। তবে, হারিয়ে যাওয়ার পর এবং কাস্টমার সার্ভিসকে অবগত করার আগ পর্যন্ত কোনো লেনদেন ফেরত পাওয়ার উপায় নেই।

ই-স্টেটম্যান্ট সুবিধা

ইউসিবি ক্রেডিট কার্ডধারীদের লেনদেন হিসাব কাগজ বিহীন ই-স্টেট্ম্যান্ট ইমেইল মারফত পাঠানো হয়ে থাকে।

অটো বিল পেমেন্ট সুবিধা

ইউসিবি ক্রেডিট কার্ডধারীদের বিল পরিশোধের জন্য ব্যাংকে গিয়ে জমা করতে হয় না। গ্রাহকের বিল স্বয়ংক্রিয়ভাবে তার ব্যক্তিগত হিসাব থেকে বিল সম্পূর্ণ কিংবা আংশিক পরিশোধ হয়ে যাবে যদি তিনি কার্ডের ফরম জমা করার সময় নিশ্চিত করে থাকেন।

কাস্টমার সার্ভিস সেবা

ইউসিবি ক্রেডিট কার্ডধারীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য রয়েছে ২৪ ঘণ্টা  নিরবিচ্ছিন্ন কাস্টমার সার্ভিস সেবা যা দেশ কিংবা প্রবাস হতেই গ্রহণ করা সম্ভব।

ইউসিবি কাস্টমার সার্ভিস হটলাইন নাম্বার বাংলাদেশ থেকে ১৬৪১৯, প্রবাস হতে +৮৮০৯৬১১০১৬৪১৯ এবং ইমেইল সেবার জন্য রয়েছে customerservice.card@ucb.com.bd Website: UBC Bank Limited

ads 1
সম্পর্কিত বিষয়
1 Comment
  1. […] সকল ক্রেডিট কার্ড ব্যবহারকারীর মত ইবিএল দারাজ […]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More