ছেলেদের বিউটি পার্লার

সময়ের পরিবর্তনের সাথে সাথে মেয়েদের পাশাপাশি ছেলেরাও হয়ে উঠেছে সৌন্দর্য সচেতন যার প্রেক্ষিতে বাংলাদেশে চালু হচ্ছে ছেলেদের পার্লার বা ছেলেদের বিউটি পার্লার। রূপ বা সৌন্দর্য চর্চায় মেয়েদের পাশাপাশি ছেলেরাও পিছিয়ে নেই। এরই ধারাবাহিকতায় বাংলদেশের বিউটি এক্সপার্টগণও এই সেক্টরে অবদান রাখার চেষ্টা করছেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বেশ কিছু জেলা শহরে স্থাপন করেছেন জেন্টস পার্লার। ছেলেদের চুলের কাটিং বা হেয়ার কাট, ছেলেদের ফেসিয়াল বা ফেসওয়াস কিংবা ছেলেদের গ্রুমিংসহ নানা আয়োজন নিয়ে ছাড় ও অফার দিয়ে থাকে এসব প্রতিষ্ঠান। চুল, ত্বক, চোখ, নখ ও ঠোটের যত্নে থাকছে বিশেষ প্যাকেজ। ছেলেদের বিউটি পার্লার নিয়ে যে সকল প্রতিষ্ঠান কাজ করে তাদের নিয়ে আমাদের আজকের আয়োজন।
চলুন জেনে নেই ছেলেদের বিউটি পার্লারসমূহের বিস্তারিতঃ
পারসোনা অ্যাডামস
বাংলাদেশে বিউটি পার্লার বা প্রাতিষ্ঠানিক রূপ চর্চার ক্ষেত্রে যে নামটি প্রথমে আসে তা হল পারসোনা। মুলতঃ মেয়েদের রূপচর্চা নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটিই বাংলাদেশে এই সেক্টরে পথপ্রদর্শক। একিভাবে ছেলেদের বিউটি পার্লার সেবাটিও তারাই প্রথম বাংলাদেশে নিয়ে আসে। মেকওভার, হেয়ার ও স্কিন এই তিন ক্যাটাগরিতে রয়েছে তাদের সার্ভিস বা সেবা। দুটি প্যাকেজে এসব সেবা বা সার্ভিস প্রদান করে আসছে পারসোনা অ্যাডামস যা পারসোনা মেনজ বা মেনজ স্যালুন নামেও পরিচিত। প্যাকেজ দুটি হলো নরমাল ও এক্সক্লুসিভ। রসোনা অ্যাডামস যা পারসোনা মেনজ বা মেনজ স্যালুন-এর ধানমন্ডি, উত্তরা ও গুলশান শাখা রয়েছে।
পারসোনা অ্যাডামস গুলশান শাখা ঠিকানা : বাড়ি-১২১ডি, রোড-৪৪, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা। ফোন : ৯৮৮৬৬৪৯, ৮৮২৮৯৬৫ এবং বনানী শাখা বাড়ি-১১, রোড-৭৬/এ (দ্বিতীয় তলা), বনানী, ঢাকা-১২১৩। ফোন : ৮৮১২৬৯৮-৯৯, মোবাইল নম্বরঃ ০১৬৭১৬৪৬৪৬৪। ধানমন্ডি শাখা সুবাস্তু জেনিস প্লাজা, ৬ষ্ঠ তলা, হাউজ ৩১২ রোড ২৭ (পুরাতন), ধানমন্ডি আর/এ, ঢাকা ১২০৯। ফোন- ৯১৩১৯০৫ ও ৮১৪১৯৬১
লুক চেঞ্জ লাইফস্টাইল স্যালুন
বর্তমান সময়ে শোবিজ অঙ্গন ও ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে নতুন মুখ গড়ার কারিগর খ্যাত তানজিল জয় বা তানজিল আলম জয় সবার জানা। ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনির ‘তানজিলস ক্রিয়েশন’ এর পাশাপাশি ‘লুক চেঞ্জ লাইফস্টাইল স্যালুন’ নামে ছেলেদের বিউটি পার্লার সেবা চালু করে। সম্প্রতি তাদের ধানমন্ডি শাখার পাশাপাশি মিরপুরেও কার্যক্রম শুরু করে। ছেলেদের হেয়ার কাট ও দাঁড়ি ছাঁটসহ ত্বক, চোখ, নখ ও ঠোটের যত্নে রয়েছে বিশেষ প্যাকেজ। এছাড়া, বিশেষ অফার হিসেবে থাকছে মাত্র ৪০০ টাকায় চুল ও দাঁড়ি কাটিং এর সাথে ফ্রি ফেসিয়াল।
লুক চেঞ্জ লাইফস্টাইল স্যালুন, ধানমন্ডি শাখার ঠিকানাঃ ৯/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, (লিফট-৩), ঢাকা। মোবাইল নম্বরঃ ০১৩১৪-৫০৯৬২৩ এবং মিরপুর শাখার থিকানাঃ ইসলাম প্লাজা, ৫ম তলা, প্লট নম্বর – ৭, রোড নম্বর – ৩, সেকশন – ১১, মিরপুর, ঢাকা। মোবাইল নম্বরঃ ০১৭১৩-১৮৭২৭০।
মেনজ অপশন (Menz Option)
স্টাইলিশ হেয়ার কাটিং, ফেসিয়ালসহ মুখ, ত্বক, চুল ও ঠোটের যত্নে ধানমন্ড অবস্থিত জেন্টস পার্লারটির রয়েছে বেশ সুনাম। ২০০৯ সাল হতে ধানমন্ডিতে একটি মাত্র শখায় পুরুষদের রূপচর্চায় সেবা দিয়ে আসলেও ২০১৭ সালে জিগাতলা তাদের আরেকটি সেবা শাখা চালু করা হয়। সপ্তাহে ৭ দিন সকাল ৯টা হতে রাত ১০টা পর্যন্ত চালু থাকে। রয়েছে হেয়ার কাট, সেভ, ফেয়ার পলিশ, চন্দন হারবাল ফেসিয়াল, হেয়ার কালার, শাইনিং, হেয়ার ট্রিটমেন্ট নানা ধরণের সেবা।
মেনজ অপশন স্যালুন ধানমন্ডি শাখার ঠিকানাঃ বাসা নম্বর – ২, অর্কিড প্লাজা (দ্বিতীয় তলা), রোড নম্বর – ২৮ (পুরাতন) মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। মোবাইল – ০১৭৮৮ ৪৩৮৪৬০ ফোন নম্বর – ০২ – ৯১৩৫৯১৮
প্লট ৬/এ, রিং টাওয়ার (চতুর্থ তলা), রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল – ০১৭৮৮ ৪৩৮৪৬০

উডস্পেস জেন্টস পার্লার
উডস্পেস জেন্টস পার্লার ছেলেদের সৌন্দর্য সেবায় ২০০৩ সালে গুলশান, ঢাকায় প্রতিষ্ঠিত হয়। পুরুষদের এই বিউটি পার্লারটি সকাল ৮টা হতে রাত ৯ট পর্যন্ত সপ্তাহে ৭ দিনই খলা থাকে।
উডস্পেস জেন্টস পার্লার-এর ঠিকানা ২৭, পাল্লাডিয়াম শপিং কমপ্লেক্স (নীচতল), গুলশান- ২, ঢাকা-১২১২। ফোন নম্বর: ৮৮১৭২৩৬ মোবাইল নম্বর: ০১৯৩৭-২৮০৭০০
হেয়ারোবিকস গ্রুমিং পার্লার
ঢাকায় জেন্টস পার্লারগুলোর মধ্যে অন্যতম এক নাম হলো হেয়ারোবিকস। আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষিত ও দক্ষ কর্মীর মাধ্যমে অনন্য গ্রাহক সেবা দিয়ে ইতোমধ্যে তৈরি করেছে এক বিশাল আস্থা যার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হেয়ারোবিকস এর একমাত্র শাখার ঠিকানাঃ হুসেইন প্লাজা, রোড ২৮, ধানমন্ডি, মিরপুর রোড, ঢাকা। ফোন- ০১৭১১৩২৫২৮১ , ০১৭১১৫৩৮৫৫৭ ও ৯১৪২০৮২। সাপ্তাহে সাত দিন সকাল ৯.০০ টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত খোলা থাকে।
হাবিব আলভিরাজ বিউটি কেয়ার
হাবিব আলভিরাজ বিউটি কেয়ারটি ঢাকা শহরের বিখ্যাত জেন্টস পার্লারগুলোর মধ্যে অন্যতম যেখানে সেবা দিয়ে আসছেন উপমহাদেশের প্রখ্যাত হেয়ার ড্রেসার হাবিব যা এই বিউটি কেয়ারটিকে গ্রাহক মাঝে দিয়েছে বিশেষ মর্যাদা। সপ্তাহে সাত দিন সকাল ১০.০০ টা হতে রাত ০৯.০০ টা পর্যন্ত হাউজ নং ৪১ (২য় তলা), রোড নং ২৭ পুরাতন, ১৬ নতুন, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৯ ঠিকানায় কোনো রকম বুকিং ছাড়াই সেবা পাওয়া যাবে। ফোন- ৯১৩০২৬৮ ও মোবাইল- ০১৭১৩৩৯৭৩২৭।
রেজর্স এন সিজর্স এটি একটি স্পা এবং সেলুন। এখানে স্কীন কেয়ার, হেয়ার ডিজাইন, লেজার হেয়ার রিমুভাল, বডি ম্যাসাজ সার্ভিস প্রদান করা হয়ে থাকে। এটি শীতাতপ নিয়ন্ত্রীত। ঠিকানা এবং অবস্থান রেজর্স এন সিজর্স মেনস স্পা এবং সেলুন ৪১ কামাল আতাতুর্ক এ্যভিনিউ, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ৮৮৫৭০৯৯ মোবাইল: ০১৮১৫-১০৩২৮৪, ০১৯১৬-৩০৫২৫৯, ০১৭২৬-৯৬৯৬৮৩ খোলাবন্ধের সময়সূচী প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি খোলা থাকে।
ক্রেজ জেন্টস পার্লার
২০০৯ সালে গুলশান-২ এ শুরু করা পুরুষ ভিত্তিক একটি পার্লার যা সময়ের সাথে সাথে আধুনিক সরঞ্জাম ও দক্ষ কর্মী দিয়ে গ্রাহকের মনে স্থান করে নেয় । ক্রেজ হেয়ার এন্ড বিউটি পার্লার কেয়ার সেলুন ইষ্টার্ণ নিবাস (৩য় তলা) বাড়ি: ১৩৮, গুলশান এভিনিউ, গুলশান ২, ঢাকা-১২১২ এ অবস্থিত। ফোন: ০৩৭৭২০১৯৩৪০ মোবাইল: ০১১৯১-৪৭১৫৫৯, ০১৭৫৭-১০০২৪৩, ০১৬৭৫-৪১৩৭২৩।
এই প্রতিষ্ঠানের দ্বিতীয় শাখা ধানমন্ডিতে অবস্থিত। যোগাযোগের ঠিকানা হচ্ছে- ক্রেজ, ১১/১, বাড়ি নং ৯৯, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। মোবাইল: ০১৭১৬-৩৪৪০৯৮।
আধুনিকতার সাথে সাথে সুন্দরের পূজারী হওয়াটা সবাভাবিক। তাই, পুরুষ তার রূপচর্চায়ও এগিয়েছে। যার ফলশ্রুতইতে বাংলাদেশে কাজ করে যাচ্ছে আধুনিক ও আন্তর্জাতিক মানের জেন্টস পার্লার বা ছেলেদের বিউটি পার্লার। শুধু স্টাইলিশ হেয়ার কাট বা ছাঁট ছাড়াও দাঁড়ি কাট বা ছাঁট নয় হেয়ার শাইনিং, হেয়ার কালার, মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ফেসিয়াল, ফেসওয়াশ, হাত ও পায়ের নখের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ঠোটের সৌন্দর্য বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে এসকল বিউটি পার্লার। অনেকেই আছেন কান ও আই ভ্রূ ফোঁড়াতেও চান যা অনেক প্রতিষ্ঠানই করে থাকেন। সধারণ ফেসওয়াশ বা ফেসিয়াল এখন অনেক আধুনিক হয়েছে যাতে সংযুক্ত হয়েছে পার্ল, অক্সিজেন, চন্দন, ফ্লাওয়ার, পিম্পল, অরেঞ্জ, পিগমেন্ট, গোল্ডেন ও সিলভার ফেসিয়াল। এছাড়া, হাফ বডি ক্লিনজিং, হ্যান্ড ম্যাসেজ, ফুট ম্যাসেজ, মেনিকিউর, ফেডিকিউর, লিপ ব্রাইটেনিংও রয়েছে।
