জিপি ফ্রি ইন্টারনেট

২০২৪ সালে এসেও অনেকেই খুজতে থাকেন কিভাবে ফ্রি ইন্টারনেটে ব্যবহার করা যাবে। তাদের জন্য শুক্র ও শনিবার জিপি ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দিলো দেশের শীর্ষস্থানীয় মোবাইল ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান গ্রামীনফোন। অর্থাৎ কোনো রকম শর্ত এবং কোনো ধরনের রিচার্জ কিংবা ইন্টারনেট প্যাক ক্রয় ব্যতিত ফ্রি ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে গ্রামীণফোন। বেস্টবাই ডটকম ডটবিডি এর ভিজিটরদের জন্য বিস্তারিত বর্ণনা করা হলো।
জিপি ফ্রি ইন্টারনেট ২০২৪ কিভাবে পাবেন
জানা যায়, এই সুযোগের আওতায় শুক্রবার (৯ আগস্ট) এবং শনিবার (১০ আগস্ট) প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট চালাতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা।
আজ শুক্রবার (৯ আগস্ট) বিষয়টি গ্রামীণফোনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যা গ্রহকদেরকে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হচ্ছে।
কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে– এই শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও বলা হয়েছে, এই সুবিধা ভোগ করতে কোনো রিচার্জ লাগবে না। তবে এটি শুধুমাত্র ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।
জিপি ফ্রি ইন্টারনেট অফার কোড
জিপি ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে বেশ কয়েকটি কোড
টাকা | অফার | অ্যাক্টিভেশন কোড |
---|---|---|
২৫৮ | ১৫০ মিনিট ১০ জিবি ১০০ এসএমএস | *১২১*২৫৮# |
৩৯৮ | ২০০ মিনিট ৮ জিবি | *১২১*৩৯৮# |
৫৯৮ | ৪০০ মিনিট ২০ জিবি | *১২১*৫৯৮# |
৮৯৮ | ৩৮ জিবি ৮০০ মিনিট | *১২১*৮৯৮# |
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে গ্রামীণফোন। এছাড়া, এখন বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডেটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হলো– গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।
