Header

দারাজ অফার ২০২৩

২০২৩ সাল দারাজের সকল অফার আপডেট

দারাজ অনলাইন শপিং মল বাংলাদেশে সব থেকে বড় ও জনপ্রিয় ইকমার্স সাইট যা গ্রাহকদের কেনাকাটায় সারা বছর ধরে নানা ধরণের অফার দিয়ে থাকে। দারাজ অফার ২০২৩

ads 1

দারাজ অনলাইন শপিং মল বাংলাদেশে সব থেকে বড় ও জনপ্রিয় ইকমার্স সাইট যা গ্রাহকদের কেনাকাটায় সারা বছর ধরে নানা ধরণের অফার দিয়ে থাকে। দারাজ অফার ২০২৩ -এ রয়েছে প্রথমেই জানুয়ারি ২০২৩ মাসজুড়ে ছিল নিউ ইয়ার ও উইন্টার অফার, ফেব্রুয়ারি ২০২৩ মাসে ছিল মেগা ডিলস এবং ক্যাশব্যাক অফার, মার্চ ২০২৩ এ ছিল স্বাধীনতা দিবসের অফার, এপ্রিল ২০২৩ মাস জুড়ে ছিল দারাজ রমজান বাজার ২০২৩, মে ও জুন মাসে বিভিন্ন ডিলস, অফার ও ডিস্কাউন্টের সমাহার নিয়ে ঈদ মেগা ডিলস এবং দ্যা ওয়ার্ডস বিগেস্ট সেল অফার, জুলাই ও আগস্ট ২০২৩ মাস জুড়ে চলছে ‘ফ্রি ডেলিভারি এবং বিকাশ ক্যাশব্যাক অফার’।

দারাজ অফার ২০২৩

জুলাই ও আগস্ট ২০২৩-এর ফ্রি ডেলিভারি ও ক্যাশব্যাক অফার

অতিরিক্ত খরচ বাঁচাতে দারাজ ডটকম ডট বিডি ১২ জুলাই ২০২৩ হতে তাদের সকল নতুন ও পুরাতন গ্রাহকদের জন্য ফ্রি ডেলিভারি ও বিকাশ ক্যাশব্যাক ক্যাম্পেইনটি চালু করে যা ৩১ আগস্ট ২০২৩ রাত ২৩ঃ৫৯ মিনিট পর্যন্ত চলবে। তবে শর্ত হিসেবে ক্যাম্পেইন চলাকালীন সপ্তাহের প্রতি বুধবার কেনাকাটার জন্য ফ্রি ডেলিভারি ও বিকাশ ক্যাশব্যাক অফারটি প্রাপ্ত হবে। ক্যাম্পেইন চলাকালীন সপ্তাহের প্রতি বুধবার গ্রাহক সর্বনিম্ন ৫০০ টাকা মূল্যমানের কেনাকাটায় ১০% ক্যাশব্যাক পাবেন এবং প্রতি লেনদেনের জন্য সর্বোচ্চ ১০০ টাকা এবং ক্যাম্পেইন চলাকালীন প্রতি মাসে সর্বোচ্চ দুইবার এবং ২০০ টাকা ক্যাশব্যাক প্রাপ্ত হবেন। একজন গ্রাহক পুরো ক্যাম্পেইন সময়কালীন সর্বোচ্চ ৪০০ টাকা যা সাথে সাথে প্রাপ্ত হবেন।

অফারটির টার্মস এন্ড কন্ডিশন হিসেবে গ্রাহকের বিকাশ হিসাবটি অবশ্যই সচল থাকতে হবে এবং ক্যাশব্যাক গ্রহণ করার অপশনটি চালু থাকতে হবে। তবে, কোনো কারণে গ্রাহকের একাউন্টিটে যদি সাথে সাথে গ্রহণ করতে ব্যর্থ হয় তবে বিকাশ পরবর্তী ২ মাসের মধ্যে ৩ বার চেষ্টা করবে। পরপর তিনবার চেষ্টা করেও যদি ক্যাশব্যাক গ্রহণ করতে ব্যর্থ হয় তবে গ্রাহকের হিসাব নম্বরটি উক্ত অফারটি আর প্রাপ্ত হবেন না। তবে গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে বিকাশ কাস্টমার কেয়ার নম্বর ১৬২৪৭ অথবা ফেসবুক পেজ চ্যাট কিংবা বিকাশ অ্যাপস-এর লাইভ চ্যাট এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

দারাজ অ্যাপ

বাংলাদেশের সর্ববৃহৎ ও দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ তার নতুন নিবন্ধিত গ্রাহকদের জন্য দারাজ অ্যাপ ব্যবহার করে ২৫০ টাকা ও তার বেশি মূল্যের অর্ডারে ফ্রি ডেলিভারির সুযোগ দিয়ে আসছে। এক্ষেত্রে অর্ডারটি নিবন্ধিত গ্রাহকের প্রথম অর্ডার হতে হবে। এর পাশাপাশি নিবন্ধিত নতুন গ্রাহকদের জন্য ২৫% ছাড় যা শুধু দারাজ অ্যাপ হতে অর্ডার দেওয়া হলে পাওয়া যাবে।

২৫% ছাড় দারাজ ওয়েবসাইটের ‘নিউ ইউজার ভাউচার’ ট্যাব মেনুতে ভিজিট করে পাওয়া যাবে।

দারাজ শ্যাক এন্ড উইন (Daraz Shake Shake)

দারাজ বিভিন্ন উপলক্ষে ও ক্যাম্পেইন চলাকালীন সময়ে নির্দিষ্ট সময়ের জন্য এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য শ্যাক এন্ড উইন (shake shake) ঘোষণা করে থাকে যাতে একজন তার ব্যবহার করা ফোনে দাজর অ্যাপ এ লগইন করে হাতের ফোনটি দুই/তিন বার ঝাঁকালে এটি কার্যকর হয়। অফার চলাকালীন নির্দিষ্ট সময়ে ৩/৫ বারের জন্য একজন গ্রাহক এটি করতে পারে। এতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কম্পনের পর একটি নির্দিষ্ট ছাড়সহ বার্তা দেওয়া হয় যার গ্রাহক মাধ্যমে কেনাকাটার সুযোগ পায়।

ফ্ল্যাশ সেল (daraz flash sale)

দারাজের সবথেকে জনপ্রিয় অফার যা সপ্তাহের সব দিনগুলোতেই থাকে। গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৯৯% পর্যন্ত ছাড় দিয়ে থাকে দারাজ। ফ্ল্যাশ সেলের অফারগুলো খুব কম সময়ে মধ্যে সোল্ড আউট বা শেষ হয়ে যায়। এখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর পাশাপাশি, ছোটখাটো টেক বা প্রযুক্তি পণ্যসহ বিশাল সমারোহ প্রতিদিনের জন্য সাজানো হয়ে থাকে। প্রতিদিন রাত ১২ টা ১ মিনিটে অফারগুলো লাইভ হয়ে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চালু থাকে। তবে নিয়মানুযায়ী প্রতিটি ফ্ল্যাশ সেল সর্বনিম্ন দুই ঘন্টা এবং সর্বোচ্চ ৩৬ ঘন্টা বলবত থাকে।

দারাজের চেরাগ (প্রতি মাসের ৪ | দারাজের চেরাগ)

দারাজের নিত্য নতুন ডিলস ও ক্যাম্পেইনের মধ্যে ‘দারাজের চেরাগ’ ক্যাম্পেইনটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে যা দারাজ অফার ২০২৩-এ চালু করা হয়। এটি মূলত প্রতি মাসের ৪ তারিখে লাইভ হয় এবং বেশ কয়েক দিন চলমান থাকে।

ads 1

জাদুকরী সেভিংসে – সবই কিনুন দারাজ-এ এমন একটি স্লোগানকে মূখ্য হিসেবে নির্বাচন করে দারাজ ক্যাম্পেইনটি চলাকালীন সময়ে ফ্রি ডেলিভারিসহ সর্বোচ্চ ৪৪% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।

ডিলস আন্ডার ৯৯৯ (daraz deals under 999)

এটি দারাজ অফার ২০২৩ এর মধ্যে আরো একটি নতুন ক্যাম্পেইন যার মাধ্যমে গ্রাহক কোনো একক ও কম্বো প্রোডাক্ট ১০০০ টাকার মধ্যে পেয়ে থাকেন। দারাজ ১০০০ টাকার নিচের সকল পণ্য এক জায়গায় সর্ট আউট করে নিয়ে আসে। এই অফারের আওতায় প্রযুক্তি পণ্য বা গ্যাজেট যেমন ভিআর হেডসেট, কম্পিউটার মাউস, কিবোর্ড, পেনড্রাইভ, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, ইয়ার বার্ডসহ বহু প্রয়োজনীয় পণ্য রয়েছে।

মেগা ডিলস (Mega Deals)

বিভিন্ন ক্যাম্পেইন যেমন দারাজ বিগ সেল, ইয়ার ইন্ডিং সেল, ইলাভেন ইলাভেন, টুয়েলভথ টুয়েলভথ, টেন টেনসহ বড় সেল ইভেন্টে মেগা ডিলস অপশন এক্টিভেট থাকে যেখানে প্রতিটি অর্ডারের বিপরীতে বিভিন্ন ছাড়, পুরস্কার ও ক্যাশব্যাক দিয়ে থাকে।

ডিলস অব দ্যা ডে (Deals of the day)

দারাজ অপার ২০২৩ এর আরো একটি জনপ্রিয় ক্যাম্পেইন যেখানে প্রতি দিন গ্রাহকদের জন্য সাজানো হয় নিত্য নতুন সব অফার। এটি মূলত দিনের নির্দিষ্ট সময়ে স্বল্প সময়ের জন্য এক্টিভেট থাকে। অনেক ক্ষেত্রে এই ধরনের অফারগুলো নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য আনলক করা হয় যা গ্রাহকদের ক্ষুদে বার্তা বা অ্যাপস নোটিফিকেশনের জানানো হয়ে থাকে।

দারাজ মিস্ট্রি বক্স (daraz mistry box)

অত্যন্ত আকর্ষনীয় একটি অফার যার চাহিদা শুধু দারাজ অফার ২০২৩ সালে নয় বরং জনপ্রিয়তার শীর্ষে পোঁছেছে বিগত কয়েক বছর আগেই। দারাজ মিস্ট্রি বক্স মূলত একটি নির্দিষ্ট মূল্যমানের পণ্যের বক্স যা সেলার কর্তৃক নির্ধারিত এবং যেখানে পণ্যের বিস্তারিত লেখা থাকে না। দারাজ মিস্ট্রি বক্সের মূল্য দারাজ কর্তৃক নির্ধারিত হয়ে থাকে যেখানে পেমেন্ট মূল্যমানের নিচের কোনো পণ্য কোনোভাবেই সরবরাহ করা হয় না।

দারাজ মার্ট (daraz mart / dmart)

দারাজ মার্ট হলো দারাজের অনলাইন গ্রোসারি শপ যা দারাজ অফার ২০২৩ এর ব্যতিক্রম সংযোজন। এখানে গ্রোসারি পণ্য চালডাল, শাকসবজি, পেয়াজ, রসুনসহ মনোহরি পণ্য সরবরাহ করা হয়ে থাকে। দারাজ মার্টে পণ্য অর্ডার করলে একই দিন ডেলিভারি করা হয়ে থাকে। রয়েছে বিশেষ মূল্য ছাড় এবং নির্দিষ্ট মূলের পেমেন্টের ক্ষেত্রে ফ্রি ডেলিভারি অপশন।

দারাজ ক্লাব বা রিওয়ার্ড 

দারাজ অফার ২০২৩ এর আরো একটি চমকপ্রদ সংযোজন হলো দারাজ রিওয়ার্ড যেখানে প্রতিটি কেনাকাটার বিপরীতে গ্রাহকের একাউন্টে পয়েন্ট জমা হয়। নির্দিষ্ট পরিমাণ পয়েন্টধারী গ্রাহক দারাজ রিওয়ার্ড ক্লাবে যুক্ত হয় এবং পরবর্তী অর্ডারে ৫% হারে ব্যবহারে সুযোগ পায় এবং রিওয়ার্ড পয়েন্ট দিয়ে প্রতি অর্ডারে ১০% ছাড় প্রাপ্ত হয়ে থাকে।

ads 1
সম্পর্কিত বিষয়
২ Comments
  1. […] দারাজ অফার ২০২৩ এর আওতায় দারাজের ৯ বছর ফূর্তি উপলক্ষে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও বড় এই ই-কমার্স সাইটে চলছে বর্ষফূর্তি ক্যাম্পেইন ‘৯-এর উল্লাসে দারাজ’। দীর্ঘ ৯ বছর ধরে অনলাইন কেনাকাটায় চীনের বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকমকের মালিকানাধীন প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ বিভিন্ন ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে আসছে যার মধ্যে বড় আয়োজন হলো বর্ষফূর্তি বা এ্যানিভার্সারি অফার। প্রতিবারের মতো এবারও থাকছে লাখো পণ্যের সমাহার এবং বিভিন্ন ধরনের অফার। দারাজের ওয়েবসাইট ও বিজ্ঞাপন হতে জানা যায়, এবারের বর্ষফূর্তি ক্যাম্পেইনটি ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শুরু হবে যা চলবে ২৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। […]

  2. […] ইকমার্স ইতিহাসের সব থেকে বড় অফার। দারাজ অফার ২০২৩ এর মধ্যে ১১.১১ ক্যাম্পেইন হতে যাচ্ছে […]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More