
বাংলাদেশের সেরা অনলাইন মার্কেট দারাজ নভেম্বর মাসের ১১ তারিখে চালু করছে “দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩” যা হতে যাচ্ছে ইকমার্স ইতিহাসের সব থেকে বড় অফার। দারাজ অফার ২০২৩ এর মধ্যে ১১.১১ ক্যাম্পেইন হতে যাচ্ছে বড় সেল যার আওতায় ১১ লাখের বেশি বিক্রেতা কোটিরও বেশি পণ্যের সম্ভার নিয়ে হাজির হবে গ্রাহকদের দোরগোড়ায়। দারাজ অনলাইন শপিং বাংলাদেশ দারাজ অফার ২০২৩ এর আওতয় দারাজ ১১.১১ ক্যাম্পেইনের নিয়ে আসছে ফ্রি ডেলিভারি, দারাজ ১ টাকার অফার, মিষ্টি বক্স, এড-টু-কার্ট, বান্ডেল অফার, গিফট কার্ড, ব্র্যান্ড অফার, ক্যাশব্যাক অফার, ক্রেডিট কার্ড পেমেন্ট অপশন, ০% ইন্টারেস্ট ইএমআইসহ নানা ধরনের অফার।
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ নভেম্বর মাসের ১১ তারিখ হতে শুরু হবে যাতে স্মরণকলের সেরা সব অফার নিয়ে দারাজ অনলাইন শপিং বাংলাদেশ হাজির হবে গ্রাহকের দোরগোড়ায় এবং সারাবছর ধরে যার জন্য মুখিয়ে থাকে বাংলাদেশের ই-কমার্স সেক্টর। কোটিরও বেশি পণ্যের দারাজ অনলাইন শপিং মল প্রতি বছরের নভেম্বরে হাজির হয়। যদিও দারাজ বছরের সব মাসেই কোনো না কোনো অফার গ্রাহকদের জন্য হাজির করে থাকে। এর মধ্যে অন্যতম হলো “প্রতিমাসের চার, দারাজে চেরাগ” যা প্রতি ক্যালেন্ডার মাসের ৪ তারিখে শুরু হয়। এতে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি পণ্যসহ সকল পণ্যের উপর থাকে বিশেষ ছাড় ও দারাজ ফ্রি ডেলিভারি। থাকে প্রি পেমেন্ট-এ ক্যাশব্যাক সুবিধা।
এছাড়া, সপ্তাহের প্রতি বুধবার সারাদিনের জন্য থাকে বিকাশ পেমেন্ট-এ ক্যাশব্যাক সুবিধা, যার মাধ্যমে একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে থাকেন।
এসবের পাশাপাশি দারাজ সময় সময় গ্রাহকদের জন্য সারপ্রাইজ হিসেবে “দারাজ মিষ্টি বক্স” নামে অফার দিয়ে থাকে। এটি মূলত দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য এক্টিভেট থাকে যা গ্রাহকদের এ্যাপ নোটিফিকেশন কিংবা ইমেইল, আবার কখনো কখনো ক্ষুদে বার্তার মাধ্যমে অবহিত করে থাকে। এই অফারের আওতায় অফার মূল্যে পণ্যের দাম নির্ধারন করা হয়ে থাকে। কখনো ৭ টাকা, কখনো ৯ টাকা, কখনো ৯৯ টাকায় অফার মূল্যের কম নয় এমন পণ্য গ্রাহক পর্যায়ে ডেলিভারি করা হয়। এই অফারের আওতায় গ্রাহকের পণ্য নির্বাচন করা কিংবা কোন পণ্য ডেলিভারি করা হবে তা জানার কোনো উপায় থাকে না। তবে, কোনো অর্ডারের বিপরীতে অর্ডার মূল্যের কম দামের কোনো পণ্যও ডেলিভারি করা হয় না।
দারাজ ১ টাকার অফার
দারাজ বাংলাদেশ অনলাইন শপিং মল বা মার্কেটপ্লেসের সবথেকে জনপ্রিয় ও বড় অফার ছিল দারাজ ১ টাকার অফার। এই অফারের আওতায় ১ টাকার বিনিময়ে গ্রাহকদের টিভি, মোটরসাইকেল, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়িসহ নানা ধরনের চমকপ্রদ পণ্য সরবরাহ করা হতো। এই অফারে কোনো ডেলিভারি চার্জ কিংবা শর্ত প্রযোজ্য ছিল না, তবে বিজয়ী ঘোষনা করা হতো লটারি পদ্ধতির মাধ্যমে।
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ এ থাকছে যে সব অফার
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ হতে যাচ্ছে দারাজের বাংলাদেশে তাদের ব্যবসা শুরুর ৬ষ্ঠ তম আয়েজন। এই বছরের দারাজ ১১.১১ ক্যাম্পেইন-এ অন্যান্য বছরের মতই থাকছে জনপ্রিয় সকল অফারের পাশাপাশি নিত্যনতুন বেশ কিছু অফার, যার মধ্যে মেগা ডিসকাউন্ট, এ্যাড টু কার্ট, প্রি-পেমেন্ট ক্যাশব্যাক, বিকাশ ও নগদ পেমেন্ট ক্যাশব্যাক ও ফ্রি ডেলিভারি অন্যতম। গ্রাহকদের জন্য কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে চিরাচরিত সব অফারের পাশাপাশি থাকবে এক্সক্লুসিভ ভাউচার, ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড নিউ ল্যাঞ্চিং প্রোগ্রাম, ১১.১১ আর্লি বার্ড ভাউচার, ১১.১১ ফায়ারওয়ার্ক ভাউচার, শিপিং ফ্রি ভাউচার, পেমেন্ট ভাউচার, মেগা ডিল ভাউচার, স্টোর ভাউচার, ব্যাংক ভাউচার, ৬০% ছাড় ভাউচার।
এছাড়া, সাধারণত এ ধরনের ইভেন্ট উপলক্ষে দারাজ ও জনপ্রিয় ব্র্যান্ড যৌথ অফারের মাধ্যমে নতুন পণ্যের ল্যাঞ্চিংও করে থাকে। এসব ল্যাঞ্চিং-এ বিশেষ ছাড়ের পাশাপাশি গ্রাহকদের উপহার দেয়া হয়ে থাকে। এই তালিকায় রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওয়ালটন, শাওমি, এইচপি ও অপ্পো’র মত নামিদামি ব্র্যান্ডসমূহ। পাশাপাশি গ্রাহকদের কেনাকাটায় দেয়া হয় ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা।

দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ কবে শুরু হবে / Daraz 11.11 Campaign Start Time
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ শুরু হবে ১১ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১২ টায় যা সাধারণত সপ্তাহ ব্যাপি চল্মান থাকবে। তবে, এই সেল ক্যাম্পেইন এর বিভিন্ন অফার ও ভাউচার কয়েকদিন পূর্বেই চলমান থাকবে। এরমধ্যে অন্যতম হল ফ্রি ডেলিভারি, এড টু কার্ট অপশন, শ্যাক শ্যাক গেম ইত্যাদি।
দারাজ ১১.১১ এর জনপ্রিয় ক্যাটাগরি
দারাজ ডট কম ডট বিডি তাদের জনপ্রিয় এই সেল ক্যাম্পেইনের জন্য গ্রাহকদের বিচারে জনপ্রিয়তার শীর্ষে থাকা বেশ কিছু ক্যাটাগরির তালিকা তৈরি করেছে যার মধ্যে অন্যতম হলো মোবাইল, টেলিভিশন, ফ্যাশন, কম্পিউটার ও ল্যাপটপ, ফার্নিচার ইত্যাদি।
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ এর ব্র্যান্ড স্পন্সর
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ এর স্পন্সর হিসেবে থাকছে দেশের বড় বড় ও নামি দামি বেশ কয়েকটি ব্র্যান্ড যার মধ্যে অন্যতম হলো বাটা বিডি লিমিটেড, শাওমি বা এমআই বাংলাদেশ, ডেটল ও লাক্স ইউনিলিভার বাংলাদেশ, এপেক্স, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, গুড নাইট, লোট্টো, রিয়েলমি।
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ এর পেমেন্ট স্পন্সর
দারাজ ১১.১১ ক্যাম্পেইন ২০২৩ এ পেমেন্ট স্পন্সর হিসেবে রয়েছে মোবাইল ফাইন্যান্স সার্ভিস বিকাশ ও নগদ। এছাড়া, প্রাতিষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ইউসিবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইবিএল এইচএসবিসি, প্রাইম ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড। পাশাপাশি ক্রেডিট কার্ড প্রোভাইডার মাস্টারকার্ডও যুক্ত রয়েছে দারাজের এই সেল কেম্পেইনে। এসকল পেমেন্ট পার্টনারদের মাধ্যমে দারাজের এই সেল কেম্পেইনে পেমেন্ট করলে গ্রহকদের জন্য থাকছে ১০-১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।
শেষকথা
২০১২ সালে চালু হওয়া দেশীয় ব্র্যান্ড দারাজ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হিসেবেও কাজ করছে। দেশের গণ্ডি পেরিয়ে চীনের আলিবাবা ডট কম ব্র্যান্ডটিকে নিজেদের আওতায় নিয়ে নেয়।
