Header

রমজান ২০২৪

রমজান ২০২৪ সালের ১১ মার্চ সৌদি আরবসহ মধ্য প্রাচ্য এবং ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার দেশগুলতে শুরু হলেও বাংলাদেশ তথা ভারত উপমহাদেশ ও এশিয়ার কিছু কিছু দেশে একদিন পর অর্থাৎ ১২ মার্চ ২০২৪ তারিখে শুরু হবে।

ads 1

পহেলা রমজান বা প্রথম রোজা কোন মাসের কত তারিখে শুরু হবে তা নিয়ে খোঁজ খবর নেওয়া হয়। রমজান ২০২৪ বা রোজা ২০২৪ কবে থেকে শুরু হবে তার আগ্রহ সকল ধর্মপ্রান মুসলমানের মধ্যে হিজরি সন ১৪৪৫ শুরুর পর থেকে শুরু হয়। ১৬ জুলাই ২০২৩ তারিখে বাংলাদেশ তথা ভারত উপমহাদেশ ও দক্ষিণ এশিয়ার কিছু কিছু দেশে হিজরি ১৪৪৫ সনের চন্দ্র মাস মহররমের চাঁদ দেখা গেছে। সে হিসেবে রমজান ২০২৪ কবে থেকে শুরু বা পহেলা রমজান কত তারিখ / কবে কিংবা রমাদান ক্যালেন্ডার ২০২৪ এবং রমজানের সময়সূচি বা ইফতার ও সেহরির সময়সূচি ২০২৪ নিয়ে আলোচনা হয়।

পহেলা রমজান কত তারিখে ২০২৪ বা ২০২৪ সালের প্রথম রোজা কত তারিখে

ইসলামের বিভিন্ন আচার-অনুষ্ঠান ও ধর্ম পালনের বিষয়াবলী সাধারণত চন্দ্র মাস বা চাঁদের উপর ভিত্তি করে তারিখ নির্ধারিত বিধায় রোজা কবে শুরু, ঈদুল ফিতর বা ঈদুল আযহা কবে হবে, শবে মেরাজ কোন মাসের কত তারিখে হবে কিংবা শবে বরাত ও শবে কদর কোন তারিখে পালিত হবে তা আগে থেকে বলার বা জানার আবকাশ খুবই কম। যদিও বর্তমান বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার অগ্রগতির ফলে চাঁদের উদয়ন, পূর্ণিমা ও অমাবস্যাসহ নতুন চাঁদের তারিখ জানা সম্ভব। মুনগেইন বা মুনপেইজ নামে কিছু ওয়েবসাইট রয়েছে যারা স্যাটেলাইট ও জ্যোতির্বিদ্যার মাধ্যমে আগামি ২০২৪, ২০২৫, ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালের চাঁদের হিসাব প্রকাশ করেছে।

এসব সাইটের তথ্য উপাত্ত যাচাই বাচাই করে এবং সৌদি আরব, দুবাইসহ ইসলামী ক্যালেন্ডার অনুসরণ করা দেশগুলোর হিজরি সনের বর্ষপঞ্জি হতে দেখা যায় যে রমজান রোজা ২০২৪ সালের ১১ মার্চ সৌদি আরব, দুবাইসহ মধ্যপ্রাচ্য এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালিসহ ইউরোপ ও আফ্রিকার দেশগুলতে শুরু হলেও বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের ভারত ও আশেপাশের দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার কিছু কিছু দেশে একদিন পর অর্থাৎ ১২ মার্চ ২০২৪ তারিখে শুরু হবে।

রোজার সময়সূচি ২০২৪ সৌদি আরব

আমরা অনেকেই সৌদি আরবকে ইসলামী আচার-অনুষ্ঠানসমূহ পালনের মানদণ্ড মনে করে থাকেন। ফলে রমজান বা রোজার সময়সূচি ২০২৪ সৌদি আরব কবে থেকে শুরু হবে বা আজ কি সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিনা খোঁজ করে থাকেন। বাংলাদেশে কি ঈদের চাঁদ দেখা গেছে তাও নির্ভর করে সৌদি আরব এর মক্কা, দাম্মাম, রিয়াদ শহরের সাথে। বাংলাদেশের চাদপুরসহ বেশ কয়েকটি জেলা রয়েছে যারা সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে রোজা, ঈদসহ অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করে থাকে। হিজরি ক্যালেন্ডার বা আরবি বর্ষপঞ্জি হতে দেখা যায় যে রোজার সময়সূচি ২০২৪ সৌদি আরব বা সৌদি আরবে ২০২৪ সালের রমজান শুরু হবে ১১ মার্চ ২০২৪ তারিখে।

লুনাফ সাইট অনুযায়ী ১২ মার্চ ২০২৪ তারিখ মঙ্গলবার বাংলাদেশ হতে চাঁদের সার্বিক পরিস্থিতিঃ ঐ দিন বাংলাদেশে প্রথম রমজান ২০২৪ এর চাঁদ দেখা যাবে যা দেখতে খুবই সরু ও চিকন হবে। ঐদিন চাঁদের বয়স হবে, যদিও মুন গেইন্ট ওয়েবসাইট অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে ১০ মার্চ ২০২৪ তারিখে। তবে ঐদিন পৃথিবী হতে চাঁদ দেখা যাবে ০.২ শতাংশ যা দিনের সূর্যালোকেই অস্তমিত হয়ে যাবে।

অপরদিকে, ১১ মার্চ ২০২৪ তারিখে চাঁদের বয়স হবে একদিন, ঐদিন চাঁদ সকাল ০৬ঃ৪০ ঘটিকায় উদিত হয়ে সন্ধ্যা ৭ঃ০৭ ঘটিকায় অস্তমিত হবে। ঐদিনের চাঁদ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে চাঁদ দেখা গেলেও বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ভারত উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়ার দেশসমূহে ১২ মার্চ ২০২৪ হতে রমজান ২০২৪ শুরু হবে।

রমজান ২০২৪

২০২৪ সালের রমজান মাসের ক্যালেন্ডার বা ইফতার ও সেহরির সময়সূচী ২০২৪

ads 1

রমজান ২০২৪-এর প্রথম দশক বা রহমতের ১০ দিনের সময়সুচি

রমজান ২০২৪

তারিখ বার সেহরির শেষ সময় ইফতার

 ১ম রমজান

১১ মার্চ ২০২৪

সোমবার ভোর ৪:৪৪

সন্ধ্যা ৬:১৮

২য় রমজান

১২ মার্চ ২০২৪ মঙ্গলবার ভোর ৪:৪৩

সন্ধ্যা ৬:১৯

৩য় রমজান

১৩ মার্চ ২০২৪ বুধবার ভোর ৪:৪২

সন্ধ্যা ৬:১৯

৪র্থ রমজান

১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ভোর ৪:৪০

সন্ধ্যা ৬:২০

৫ম রমজান

১৫ মার্চ ২০২৪ শুক্রবার ভোর ৪:৩৯

সন্ধ্যা ৬:২০

৬ষ্ঠ রমজান

১৬ মার্চ ২০২৪ শনিবার ভোর ৪:৩৮

সন্ধ্যা ৬:২১

৭ম রমজান

১৭ মার্চ ২০২৪ রবিবার ভোর ৪:৩৬

সন্ধ্যা ৬:২১

৮ম রমজান

১৮ মার্চ ২০২৪ সোমবার ভোর ৪:৩৫

সন্ধ্যা ৬:২২

৯ম রমজান

১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার ভোর ৪:৩৪

সন্ধ্যা ৬:২২

১০ম রমজান ২০ মার্চ ২০২৪ বুধবার ভোর ৪:৩৩

সন্ধ্যা ৬:২৩

 

রমজান ২০২৪-এর দ্বিতীয় দশক বা মাগফেরাতের ১০ দিনের সময়সুচি

রমজান

তারিখ বার সেহরির শেষ সময়

ইফতার

 ১১তম রমজান

১১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ভোর ৪:৩২

সন্ধ্যা ৬:২৩

১২তম রমজান

১২ মার্চ ২০২৪ শুক্রবার ভোর ৪:৩১

সন্ধ্যা ৬:২৩

১৩তম রমজান

১৩ মার্চ ২০২৪ শনিবার ভোর ৪:২৯

সন্ধ্যা ৬:২৪

১৪তম রমজান

১৪ মার্চ ২০২৪ রবিবার ভোর ৪:২৯

সন্ধ্যা ৬:২৪

১৫তম রমজান

১৫ মার্চ ২০২৪ সোমবার ভোর ৪:২৮

সন্ধ্যা ৬:২৫

১৬তম রমজান

১৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ভোর ৪:২৭

সন্ধ্যা ৬:২৫

১৭তম রমজান

১৭ মার্চ ২০২৪ বুধবার ভোর ৪:২৬

সন্ধ্যা ৬:২৫

১৮তম রমজান

১৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ভোর ৪:২৫

সন্ধ্যা ৬:২৬

১৯তম রমজান

১৯ মার্চ ২০২৪ শুক্রবার ভোর ৪:২৪

সন্ধ্যা ৬:২৬

২০তম রমজান

২০ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ভোর ৪:২৩

সন্ধ্যা ৬:২৭

রমজান ২০২৪-এর তৃতীয় দশক বা নাজাতের ১০ দিনের সময়সুচি

রমজান তারিখ বার সেহরির শেষ সময় ইফতার
 ২১তম রমজান ৩১ মার্চ ২০২৪ শুক্রবার ভোর ৪:২২ সন্ধ্যা ৬:২৭
২২তম রমজান ১ এপ্রিল ২৪ শনিবার ভোর ৪:২০ সন্ধ্যা ৬:২৭
২৩তম রমজান ২ এপ্রিল ২৪ রবিবার ভোর ৪:১৯ সন্ধ্যা ৬:২৮
২৪তম রমজান ৩ এপ্রিল ২৪ সোমবার ভোর ৪:১৮ সন্ধ্যা ৬:২৮
২৫তম রমজান ৪ এপ্রিল ২৪ মঙ্গলবার ভোর ৪:১৭ সন্ধ্যা ৬:২৮
২৬তম রমজান ৫ এপ্রিল ২৪ বুধবার ভোর ৪:১৬ সন্ধ্যা ৬:২৯
২৭তম রমজান ৬ এপ্রিল ২৪ বৃহস্পতিবার ভোর ৪:১৫ সন্ধ্যা ৬:২৯
২৮তম রমজান ৭ এপ্রিল ২৪ শুক্রবার ভোর ৪:১৪ সন্ধ্যা ৬:৩০
২৯তম রমজান ৮ এপ্রিল ২৪ শনিবার ভোর ৪:১৩ সন্ধ্যা ৬:৩০
৩০তম রমজান ৯ এপ্রিল ২৪ রবিবার ভোর ৪:১২ সন্ধ্যা ৬:৩১

উপরে দেওয়া ইফতার ও সেহরির সময়সূচী ২০২৪ সালের রমজান মাসের ক্যালেন্ডার যা ঢাকা ও এর আশেপাশের এলাকার জন্য প্রযোজ্য। এর সাথে সময় বাড়িয়ে কিংবা কমিয়ে দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরের রমাদান ক্যালেন্ডার ২০২৪ তৈরি করতে হবে। ইফতার ও সেহরির সময়সূচী মূলত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক তৈরি ও প্রকাশ হয়ে থাকে।


চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৪, চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর 2024, বাংলাদেশে কি আজ চাঁদ উঠেছে ২০২৪, আজকের চাঁদ উঠেছে কিনা, ঈদুল আজহার চাঁদ দেখা গেছে কি ২০২৪, আজ চাঁদ উঠেছে কি ২০২৪, চাঁদ কি দেখা গেছে ২০২৪, আজ কি রমজানের চাঁদ উঠেছে, রোজা কবে ২০২৪, আগামী রোজা কবে, আগামী রোজার ঈদ কবে, সৌদি আরবে রোজা কবে ২০২৪, রমজানের চাঁদ উঠেছে কি না, আজ কি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আজ চাঁদ উঠেছে কি ২০২৪, সৌদি আরবে চাঁদ উঠেছে কিনা, বাংলাদেশে কি আজ চাঁদ উঠেছে ২০২৪, চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৪, আজকের চাঁদ উঠেছে কিনা, ২০২৪ সালের রমজান কত তারিখ, ২০২৪ সালের রমজান কত তারিখ বাংলাদেশ, পহেলা রমজান কত তারিখে 2024, সালের রমজান কত তারিখে, রোজার আর কতদিন বাকি আছে

ads 1
সম্পর্কিত বিষয়
1 Comment
  1. […] আযহা বা কোরবানির ঈদ মূলত ঈদুল ফিতর বা রোজার ঈদের দুই মাস ১০ দিন পরে হয়ে থাকে। সেই […]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More