Header

সরকারি ছুটির তালিকা ২০২৪

সরকারি ছুটির তালিকা ২০২৪ | সরকারি ছুটির বিজ্ঞপ্তি | সরকারি ক্যালেন্ডার ২০২৪ pdf | ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা | পাবলিক হলিডে ২০২৪ | সরকারি ছুটির তালিকা ২০২৩ পশ্চিমবঙ্গ | ২০২৩ সালের ক্যালেন্ডার । Bangladesh Public Holidays 2024। Govt Holidays 2024

ads 1

অক্টোবর ২০২৩ তারিখে সরকারি ছুটির তালিকা ২০২৪ সরকারের অনুমোদন নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশ করেছে।বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহ ইংরেজি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি ব্যবহার করে থাকে এবং বছর শুরুর পূর্বেই সরকারি ছুটির তালিকা ও ক্যালেন্ডার তৈরি করতঃ সরকারি ছুটির বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করে থাকে। ২০২৩ সালের বর্ষপঞ্জি অনুযায়ী বছর শেষ বা ৩১ ডিসেম্বর ২০২৩ হচ্ছে রবিবার এবং সরকারি ক্যালেন্ডার ২০২৪ pdf অনুযায়ী নতুন বছরের প্রথম দিন বা পহেলা জানুয়ারি ২০২৪ সোমবার।

বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহ ইংরেজি বর্ষপঞ্জি ব্যবহার করে থাকলেও পহেলা জানুয়ারি বা ইংরেজি নববর্ষে কোনো ধরনের ছুটি উদযাপন করে না। আসুন দেখে নেয়া যাক ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা

সরকারি ছুটির তালিকা ২০২৪ বাংলাদেশ / পাবলিক হলিডে ২০২৪

বাংলাদেশের সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী এবং সরকারি ছুটির তালিকা ২০২৪ মতাবেক এই বছরের ছুটির তালিকায় সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও ঐচ্ছিক ছুটি নামে তিন ধরনের রয়েছে। সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি বর্ণ, ধর্ম ও গোত্র নির্বিশেষে সকলের জন্য একই হয়ে থাকে। তবে, ঐচ্ছিক ছুটি ধর্ম ও গোত্র ভেদে আলদা হয়ে থাকে এবং সুবিধা অনুযায়ী উপভোগ করার সুযোগ রয়েছে। ঐচ্ছিক ছুটি 0৩ দিনের হয়ে থাকে।

সাধারণ ছুটিঃ সাধারণ ছুটি বলতে সাপ্তাহিক ছুটির দিন ও বিভিন্ন সময়ে সরকার কর্তৃক গ্যাজেট দ্বারা ছুটি ঘোষিত দিবসগুলকে বুঝায়। সাধারণ ছুটিকে পাবলিক হলিডেও বলা হয়ে থাকে। এছাড়াও সরকার কর্তৃক প্রকাশিত সরকারি ক্যালেন্ডারে এই দিবসের তারিখগুলো লাল রঙের হয়ে থাকে।

নির্বাহী আদেশে ছুটিঃ নির্বাহী আদেশে ছুটি বলতে ঐসকল দিবসসমূহকে বুঝায় যা সরকার কর্তৃক পৃথকভাবে সাধারণ ছুটির সহিত সংযুক্ত করা হয়ে থাকে। এইসকল ছুটির আদেশও গ্যাজেট আকারে ঘোষিত হয় তবে, যেকোনো সময় আদেশের মাধ্যমে এই ছুটিসমূহ রহিত করা হতে পারে। সরকারি বর্ষপঞ্জিতে এই সকল ছুটির দিবসের তারিখসমূহও লাল রঙের হয়ে থাকে।

ঐচ্ছিক ছুটিঃ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মাবলম্বী একজন তার ইচ্ছাধীন যে ছুটি ভোগ করে থাকে তাকে ঐচ্ছিক ছুটি বলে। বাংলাদেশের সরকারি ছুটির বিধানাবলী অনুযায়ী একজন ০৩ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

জানুয়ারি মাসে সরকারি ছুটি ২০২৪

সরকারি ক্যালেন্ডার ২০২৪ অনুযায়ী জানুয়ারি ২০২৪ শুরু হচ্ছে সোমবার এবং ৩১ জানুয়ারি ২০২৪ বা জানুয়ারি মাসের শেষ দিবস হচ্ছে বুধবার। সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী জানুয়ারি মাসে কোনো ধরনের ছুটি নেই।

ফেব্রুয়ারি মাসে সরকারি ছুটি ২০২৪

২০২৪ সালের ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার। লিপ ইয়ার ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হবে বিধায় এই বছরের ফেব্রুয়ারি মাস শেষ হচ্ছে বৃহস্পতিবার। সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি রয়েছে যা পড়েছে বুধবার। এছাড়া, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে শবে বরাত ২০২৪ পালিত হবে বিধায় ঐদিন সোমবার একদিনের সরকারি ছুটি রয়েছে। উল্লেখ্য, শবে বরাত ২০২৪ কত তারিখে তা মূলত হিজরি সনের শাবান মাসের চাঁদের উপর নির্ভর করে বিধায় তা একদিন আগে কিংবা পরে হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্চ মাসে সরকারি ছুটি ২০২৪

২০২৪ সালের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মার্চ ২০২৪ শুরু হচ্ছে শুক্রবার। সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী মার্চ ২০২৪ মাসে দুই দিনের পাবলিক হলিডে রয়েছে যার প্রথমটি হলো ১৭ মার্চ ২০২৪ জাতীয় শিশু দিবস বা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী এবং ২৬ মার্চ ২০২৪ জাতিয় দিবস বা স্বাধীনতা দিবস। মার্চ মাসের ক্যালেন্ডার অনুযায়ী ১৭ মার্চ ২০২৪ হলো রবিবার এবং ২৬ মার্চ ২০২৪ হলো মঙ্গলবার। উল্লেখ্য, মুসলমানদের পবিত্র রমজান ২০২৪ শুরু হবে এই মাসে।

এপ্রিল মাসে সরকারি ছুটি ২০২৪

বর্ষপঞ্জি অনুযায়ী চতুর্থ মাস এপ্রিল ২০২৪ শুরু হচ্ছে সোমবার এবং ৩০ দিনের মাসটি শেষ হচ্ছে মঙ্গলবার। সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী এই মাসে রয়েছে বেশ কয়েক দিনের সাধারণ ও নির্বাহী আদেশের পাবলিক হলিডে। যেহেতু রমজান ২০২৪ বাংলাদেশে শুরু হচ্ছে মার্চ মাসে সেহেতু পবিত্র শবে কদর ২০২৪ঈদুল ফিতর ২০২৪ বা ২০২৪ সালের রোজার ঈদ মার্চ মাসে উদযাপিত হবে। এছাড়া, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ২০২৪ পালিত হবে এই মাসে।

হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী ২০২৪ সালের শবে কদর ৭ কিংবা ৮ এপ্রিল এবং রোজার ঈদ ১২ কিংবা ১৩ এপ্রিল হওয়ার কথা। সুতরাং, এই বছরের শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ২০২৪-এর সাধারণ ও নির্বাহী আদেশের বেশ কয়েক দিনের ছুটি এপ্রিল ২০২৪ মাসে উদযাপিত হবে।

মে মাসে সরকারি ছুটি ২০২৪

ক্যালেন্ডারের পাতা অনুযায়ী মে ২০২৪ শুরু হচ্ছে বুধবার। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে হিসেবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি উপভোগ করবে। এছাড়া, একই মাসে ২৩ তারিখে ২০২৪ সালের বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে যা পড়েছে বৃহস্পতিবার। এক্ষেত্রে, বুদ্ধ পূর্ণিমা ২০২৪ উপলক্ষে মে ২০২৪ মাসে সরকারি চাকরিজীবীদের থাকবে টানা ০৩ দিনের ছুটি উপভোগের সুযোগ।

ads 1

জুন মাসে সরকারি ছুটি ২০২৪

চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের আরেকটি বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ ২০২৪ পালিত হবে জুন ২০২৪ মাসে। সে হিসেবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ বা ১৮, ১৯ ও ২০ জুলাই ০৩ দিনের সরকারি ছুটি রয়েছে। এছাড়া ৩০ দিনের এই মাসে আর কোনো সাধারণ ও নির্বাহী আদেশের পাবলিক হলিডে নেই।

জুলাই মাসে সরকারি ছুটি ২০২৪

সরকারি ক্যালেন্ডার ও সরকারি ছুটির বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী জুলাই মাসে রয়েছে নির্বাহী আদেশে পবিত্র আশুরা ২০২৪ উপলক্ষে একদিনের ছুটি যা ১৭ কিংবা ১৮ জুলাই ২০২৪ চাঁদ দেখা সাপেক্ষে পালিত হবে।

আগস্ট মাসে সরকারি ছুটি ২০২৪

বৃহস্পতিবার শুরু হচ্ছে আগস্ট ২০২৪ মাস যেখানে রয়েছে ০২ দিনের সরকারি ছুটি। ১৫ই আগস্ট ২০২৪ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস এবং ২৬ আগস্ট ২০২৪ সোমবার উদযাপিত হবে হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শুভ জন্মাষ্টমী ২০২৪

সেপ্টেম্বর মাসে সরকারি ছুটি ২০২৪

সরকারি ক্যালেন্ডার ২০২৪ ও সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী সেপ্টেম্বর ২০২৪ মাসে রয়েছে ০১ দিনের সাধারণ ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে সেপ্টেম্বর ২০২৪ মাসের ২৬ অথবা ২৭ তারিখে পালিত হবে ঈদে মিলাদুন্নবি। এছাড়া ৩০ দিনের এই মাসে আর কোনো সাধারণ ও নির্বাহী আদেশের পাবলিক হলিডে নেই।

অক্টোবর মাসে সরকারি ছুটি ২০২৪

সরকারি ক্যালেন্ডার ২০২৪ ও সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী নভেম্বর ২০২৪ মাসে রয়েছে ০১ দিনের সাধারণ ছুটি যা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ২০২৪ এর বিজয় দশমী। ২০২৪ সালের দুর্গাপূজার সময়সূচী অনুযায়ী বিজয় দশমী পালিত হবে ১৩ অক্টোবর ২০২৪ রোজ রবিবার। সেক্ষেত্রে, সরকারি-বেসরকারি চাকুরেগণ অক্টোবর মাসে দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে টানা ০৩ দিনের ছুটি উপভোগ করবে।

নভেম্বর মাসে সরকারি ছুটি ২০২৪

ইংরেজি বর্ষপঞ্জির ১১তম মাস নভেম্বর ২০২৪ শুরু হবে শুক্রবার এবং ৩০ দিনের মাসটি শেষ হবে শনিবার। সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী এই মাসে কোনো সাধারণ ও নির্বাহী আদেশের পাবলিক হলিডে নেই।

ডিসেম্বর মাসে সরকারি ছুটি ২০২৪

বছরের শেষ মাস ডিসেম্বর। বিভিন্ন দিক দিয়ে তাৎপর্যের এই মাসে রয়েছে সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী বেশ কয়েকদিনের ছুটি রয়েছে। তারমধ্যে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস যা পালিত হবে সোমবার। একইভাবে, ২৫ ডিসেম্বর বুধবার পালিত হবে খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব বড়দিন।

শেষকথা

উপরোক্ত সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী ঘোষিত সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি এবং ঐচ্ছিক ছুটি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পালন করার কথা থাকলেও স্কুল-কলেজ কিংবা যেসকল প্রতিষ্ঠানের সময়সূচী ও ছুটি নিজস্ব আইন-কানুন বা বিধি মতাবেক হয়ে থাকে তাদের ছুটি জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধি মতাবেক ঘোষিত হবে এবং পালন করা হবে।

এখানে, উল্লেখ্য যে, অনেক দেশ ও ইউএন-এর মত আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠানের নির্বাহী আদেশের ছুটি সাপ্তাহিক কোনো ছুটির দিবসের সাথে মিলে গেলে উক্ত ছুটি দিন সাপ্তাহিক ছুটির পরবর্তী দিবসে উপভোগের সুযোগ থাকলেও বাংলাদশের সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী এধরনের কোন সুযোগ নেই।

ads 1
সম্পর্কিত বিষয়
২ Comments
  1. […] পরবর্তী দিন ছুটি উপভোগ করবেন। সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুযায়ী নির্বাহী আদেশে পবিত্র শবে […]

  2. […] ২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার বা সরকারি ছুটির তালিকা ২০২৪ […]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More