Header

সেরা ব্যাংক ২০২৩

বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন সূচকে সেরা ব্যাংক ২০২৩ এর তালিকায় রয়েছে ৭ ব্যাংক

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সেরা ব্যাংক ২০২৩ ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এর তালিকা প্রকাশ করেছে যে তালিকায় রয়েছে ৭টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠান। তালিকাটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত টেকসই অর্থায়ন সূচকের বেশ কিছু রেটিং এর উপর ভিত্তি করে।

ads 1

বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সবসময়ই শীর্ষে রয়েছে ব্যাংক। তাই অনেকেই খুজে থাকেন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সেরা ব্যাংক ২০২৩ ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এর তালিকা প্রকাশ করেছে যে তালিকায় রয়েছে সেরা ৭ ব্যাংক ও ৪ আর্থিক প্রতিষ্ঠান। তালিকাটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত টেকসই অর্থায়ন সূচকের বেশ কিছু রেটিং এর উপর ভিত্তি করে।

টেকসই ও সেরা ব্যাংক ২০২৩

২০২২ সালের তথ্য-উপাত্ত যাচাই-বাচাই শেষে তালিকায় স্থান পাওয়া সেরা ৭ ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, দি সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। অপরদিকে, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ হলো অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড

পাঁচটি সুচক “টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি”-এর উপর রেটিং এবং স্কোর বিবেচনা করে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক ও টেকসই সেই তালিকা তৈরি করা হয়। এর পাশাপাশিএক্তি ব্যাংকের ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকেও বিবেচনায় নেওয়া হয়।

২০২১ সালে এই বাংলাদেশ ব্যাংক এর টেকসই বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক-এর তালিকায় সংখ্যা ছিল ১০ এবং সেরা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় সংখ্যা ছিল ৫। আসুন জেনে নেয়া যাক সেরা ব্যাংক ২০২৩ এর বিস্তারিতঃ

ব্র্যাক ব্যাংক (Brac Bank)

২০০১ সালে বাংলাদেশের প্রথম সারির একটি এনজিও ব্র্যাক বাণিজ্যিক ব্যাংক হিসেবে এটির যাত্রা শুরু করে যার প্রধান ও মুল উদ্দেশ্য হলো দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যক্তাদের বিনিয়োগ সরবরাহ করা। যাত্রা শুরুর পর থেকেই ব্র্যাক কোর ব্যাংকিং-এর সকল সেবা যেমন- এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, কার্ড সার্ভিস (ক্রেডিট ও ডেবিট), হোলসেল ব্যাংকিং, প্রবাসি ব্যাংকিং ও ফরেন এক্সচেঞ্জ দিয়ে আসছে।

বর্তমানে ব্যাংকটির ৭টি আঞ্চলিক অফিসসহ ১৮৫ টি জোনাল বা স্থানীয় অফিস রয়েছে। এছাড়া ১৯৩টি শাখা ও ১৮ টি প্রিমিয়াম লাউঞ্জ সেবা রয়েছে সারা দেশ জুড়ে। এটিএম ও সিডিএম রয়েছে যথাক্রমে ৩৭৫টি ও ৯৬টি। অপরদিকে, সেবার মান তরান্বিত করতে সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে ৪৫৭টি এসএমই ব্রাঞ্চ এবং ৪৮১টি এজেন্ট ব্যাংকিং অফিস। পাশাপাশি ১৮০০ টি অফিস রয়েছে যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স সেবা দিয়ে থাকায় সেরা ব্যাংক ২০২৩ মনোনীত হয়।

সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা এটিএম সেবায় ব্র্যাক ব্যাংকই একমাত্র সেরা ব্যাংক যারা বাংলাদেশে প্রথম অমনিবাস (OMNIBUS) শেয়ারড এটিএম নেটওয়ার্ক চালু করে। সাধারন ব্যাংকিং-এর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক একাউন্ট সেবা, ব্র্যাক ব্যাংক এফডিআর ও ব্র্যাক ব্যাংক লোন সুবিধা।

ব্র্যাক ব্যাংক হেড অফিস অনিক টাওয়ার, ২২০/বি বীর উত্তম শওকত সড়ক, ঢাকা-১২০৮ অবস্থিত। ব্র্যাক ব্যাংক এর কাস্টমার কেয়ার বা হটলাইন নম্বর ১৬২২১ ও ইমেইল ঠিকানা enquiry@bracbank.com; ফোনঃ ৮৮০১৩০১-৩২, ৮৮০১৩১১, ৮৮০১৩২১; ফ্যাক্সঃ +৮৮০-২-৯৮৬ ০৩৯৫; বিদেশি কলারদের জন্য: +৮৮০ ২ ৫৫৬৬৮০৫৬

ব্র্যাক ব্যাংক সুইফট কোড: BRAKBDDH

যমুনা ব্যাংক (Jamuna Bank)

সেরা ব্যাংক -এর তালিকায় থাকা যমুনা ব্যাংক ২০০১ সালে তার যাত্রা শুরু করে বর্তমানে সারা দেশজুড়ে ১৯৪টি শাখার মাধ্যমে গ্রাহক সেবা দিয়ে আসছে। ব্যাংকিং সেবার মধ্যে সাধারণ ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, কার্ড সার্ভিস (ক্রেডিট ও ডেবিট), ইসলামি ব্যাংকিং, প্রবাসি ব্যাংকিং ও ফরেন এক্সচেঞ্জ সেবা দিয়ে আসছে। এছাড়াও সারা দেশে ৩২৫টি এটিএম বুথ রয়েছে বিধায় সেরা ব্যাংক ২০২৩ বিবেচিত হয়েছে।

যমুনা ব্যাংক হেড অফিস যমুনা ব্যাংক টাওয়ার, প্লট নম্বর ১৪, বীর উত্তম এ কে খন্দকার রোড, ব্লক সি, গুলশান-১, ঢাকায় অবস্থিত। যমুনা ব্যাংক-এর কাস্টমার কেয়ার বা হটলাইন নম্বর +৮৮০৯৬১০০০৫৬৭৮ ও ইমেইল ঠিকানা info@jamunabank.com.bd

যমুনা ব্যাংক সুইফট কোড: JAMUBDDH

প্রাইম ব্যাংক (Prime Bank)

সেরা ব্যাংক ২০২৩ তালিকায় থাকা প্রাইম ব্যাংক ১৯৯৫ সালে বাংলাদেশে তার ব্যবসায়িক অভিযাত্রা শুরু করে বর্তমানে ১৪৬ শাখা ও ১৭০ এটিএম বুথের মাধ্যমে দেশের সকল শ্রেণী ও পেশাজীবীর জন্য কোর ব্যাংকিং সেবা রয়েছে। সাধারণ ব্যাংকিং সেবার পাশাপাশি প্রবাসি ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সাবলীল হওয়ায় জনপ্রিয়তায় এগিয়ে তালিকাভুক্ত হয় সেরা ব্যাংক ২০২৩ এ।

প্রাইম ব্যাংক হেড অফিস আদমজী কোর্ট এনেক্স বিল্ডিং, ১১৯-১২০ মতিঝিল বানিজ্যিক এলাকা , ঢাকায় অবস্থিত। প্রাইম ব্যাংক-এর কাস্টমার কেয়ার বা হটলাইন নম্বর ১৬২১৮; +৮৮০৯৬১২৩১৬২১৮ ও +৮৮০৯৬০৪০১৬২১৮ (বিদেশ থেকে)  ও ইমেইল ঠিকানা info@primebank.com.bd ও contactcenter@primebank.com.bd

প্রাইম ব্যাংক সুইফট কোড: PRBLBDDH

ads 1

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক (Shajalal Islami Bank)

২০০১ সালে যাত্রা শুরু করা ইসলামী ধাচের এই ব্যাংকটিও রয়েছে সেরা ব্যাংক ২০২৩ তালিকায়। অন্যান্য ব্যাংকের মতই সাধারণ ব্যাংকিং সেবার পাশাপাশি প্রবাসি ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিংসহ বিভিন্ন ধরনের ডিপোজিট ও ইনভেস্টমেন্ট স্কিম। গ্রাহক সেবায় রয়েছে ইন্টারনেট ও এসএমএস সেবা।

শাহজালাল ইসলামী ব্যাংক হেড অফিস শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নম্বর ৪, ব্লক সি, গুলশান এভিনিউ, ঢাকায় অবস্থিত। শাহজালাল ইসলামী ব্যাংক-এর কাস্টমার কেয়ার বা হটলাইন নম্বর ১৬৩০২ ও +৮৮০৯৬১২৩১৬৩০২ ও ইমেইল ঠিকানা ibank@sjiblbd.com

শাহজালাল ইসলামি ব্যাংক সুইফট কোড: SJBLBDDH

দি সিটি ব্যাংক (City Bank)

সেরা ব্যাংক ২০২৩ তালিকায় থাকা অন্যতম জনপ্রিয় ও সেবার মানে এগিয়ে থাকা একটি ব্যাংক যা ১৯৮৩ সালে বাংলাদেশে ব্যাংকিং সেবায় যাত্রা শুরু করে। সাধারণ ব্যাংকিং সেবার পাশাপাশি রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, ওমেন ব্যাংকিং এনং এসেট ম্যানেজমেন্ট ও ইকুইটি ব্রোকারেজ সার্ভিস। এছাড়াও সিটি ইসলামিক নামে ইসলামী ব্যাংকিং সেবা যা নিজস্ব শরিয়াহ বোর্ড দ্বারা পরিচালিত। ডিজিটাল ব্যাংকিং সেবায় রয়েছে সিটি কিউ ও সিটি টাচ যেখানে একাউন্ট খোলা থেকে শুরু করে সকল সার্ভিস ডিজিটালাইজড। রয়েছে কার্ড, লোন, ডিপোজিট ও ইনভেস্টমেন্ট স্কিম।

সিটিব্যাংক হেড অফিস শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নম্বর ৪, ব্লক সি, গুলশান এভিনিউ, ঢাকায় অবস্থিত। সিটি ব্যাংক-এর কাস্টমার কেয়ার বা হটলাইন নম্বর ১৬২৩৪ ও +৮৮০৯৬১২৩১৬৩০২ ও ইমেইল ঠিকানা ibank@sjiblbd.com

সিটি ব্যাংক সুইফট কোড: CIBLBDDHXXX

ট্রাস্ট ব্যাংক (Trust Bank)

বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যানারে বাণিজ্যিক ব্যাংক হিসেবে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় সেরা ব্যাংক ২০২৩ এর তালিকায় থাকা ট্রাস্ট ব্যাংক লিমিটেড। বর্তমানে ১১৫ ব্রাঞ্চ নিয়ে ব্যাংকটির প্রধান শাখা রয়েছে স্বাধীনতা টাওয়ার, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায়। ব্যাংকটি জেনারেল ব্যাংকিংসহ আন্তর্জাতিক ব্যাংকি, রিটেইল ব্যাংকিং, ইসলামি ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, কার্ড সার্ভিস (ক্রেডিট ও ডেবিট), ডিপোজিট ও ইনভেস্টমেন্ট স্কিম সেবা দিয়ে আসছে।

দেশজুড়ে ১১৫৬৬৫৩ গ্রাহকের জন্য ব্যাংকটির রয়েছে ২৫৬টি এটিএম ও ১৫টি টি-লবি।

ট্রাস্ট ব্যাংক-এর কাস্টমার কেয়ার বা হটলাইন নম্বর ১৬২০১ ও +৮৮০২-৪৪৮৭০০৬০-৯ ও ইমেইল ঠিকানা info@tblbd.com

ট্রাস্ট ব্যাংক সুইফট কোড: TTBLBDDH

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (United Commercial Bank)

সেরা ব্যাংক ২০২৩ এর তালিকায় থাকা ব্যাংকের মধ্যে একটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি যা ১৯৮৩ সালে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটি জেনারেল ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, ইসলামি ব্যাংকও, এনআরবি ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্স সেবা উপায়।

বর্তমানে সারাদেশে ব্যাংকটির রয়েছে ২২৪ টি শাখা ও প্রায় ১০০০ এটিএম রয়েছে। এছাড়া, এজেন্ট ব্যাংকি সেবায় রয়েছে ২৫০ এজেন্ট অফিস এবং পাঁচ শতাধিক উপশাখা।

ইউসিবি’র কাস্টমার কেয়ার বা হটলাইন নম্বর ১৬৪১৯ ও +৮৮০২-০৯৬১০০১৬৪১৯ ও ইমেইল ঠিকানা info@ucb.com.bd

ইউসিবি সুইফট কোড: UCBLBDDH

ads 1
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More