
দারাজ অফার ২০২৩ এর আওতায় দারাজের ৯ বছর ফূর্তি উপলক্ষে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও বড় এই ই-কমার্স সাইটে চলছে বর্ষফূর্তি ক্যাম্পেইন ‘৯-এর উল্লাসে দারাজ’। দীর্ঘ ৯ বছর ধরে অনলাইন কেনাকাটায় চীনের বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকমকের মালিকানাধীন প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ বিভিন্ন ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে আসছে যার মধ্যে বড় আয়োজন হলো বর্ষফূর্তি বা এ্যানিভার্সারি অফার। প্রতিবারের মতো এবারও থাকছে লাখো পণ্যের সমাহার এবং বিভিন্ন ধরনের অফার। দারাজের ওয়েবসাইট ও বিজ্ঞাপন হতে জানা যায়, এবারের বর্ষফূর্তি ক্যাম্পেইনটি ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শুরু হবে যা চলবে ২৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
‘৯-এর উল্লাসে দারাজ অফার ২০২৩-এর থিম হলো “এইটা, ঐটা, যেইটা লাগে; সবই কিনুন দারাজ-এ”। অফার হিসেবে থাকছে বিভিন্ন ধরনের ছাড়, রয়েছে ‘ডাবল টাকা ভাউচার’; ‘ফ্রি ডেলিভারি’; ‘প্রি-পেমেন্টে ক্যাশব্যাক’; ‘৯টার ডিলস’; ‘এড টু কার্ট’; ‘মিস্টি বক্স’; ‘মেগা ডিলস’; ‘বিগ ডিলস’; ‘এনিভার্সারি আর্লি বার্ড ভাউচার’।
ডাবল টাকা ভাউচার
‘৯-এর উল্লাসে দারাজ’ বর্ষফূর্তির এই ক্যাম্পেইনে সবথেকে জনপ্রিয় অফার যার মাধ্যমে একজন গ্রাহক কর্তৃক পরিশোধ করা টাকা দিয়ে সর্বোচ্চ দিগুণ দামের পণ্য ক্রয় করতে পারবেন। অফারটি নিবন্ধিত গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে আনলক করা হবে। এক্ষেত্রে, দারাজ কর্তৃক তার নিজস্ব এলগরিদম ব্যবহার করে একজন গ্রাহকের প্রোফাইল অনুযায়ী প্রদর্শন করবে।
এনিভার্সারি আর্লি বার্ড ভাউচার অফার
‘৯-এর উল্লাসে দারাজ’ বর্ষফূর্তির এই ক্যাম্পেইনে গ্রাহক সন্তুষ্টির জন্য একসপ্তাহ পূর্ব হতেই চালু রয়েছে আর্লি বার্ড ভাউচার অফার। এতে সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ৩০% ছাড় রয়েছে যা দিয়ে একজন একবারে ৮০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই অফারটি ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত ১২ টা হতে ৩ টা পর্যন্ত কার্যকর থাকবে।
‘এড টু কার্ট’ অফার
‘৯-এর উল্লাসে দারাজ’ বর্ষফূর্তির এই ক্যাম্পেইনের আরেকটি অফার হলো ‘এড টু কার্ট’ অফার। এটি একটি ভিন্নধর্মী একটি প্রতিযোগিতামূলক অফার যার আওতায় একজন গ্রাহক অফার চলাকালীন সময়ের মধ্যে পণ্য নিজ একাউন্টের কার্টে যুক্ত হবে। সর্বোচ্চ সংখ্যক পণ্য যুক্ত করা গ্রহককে বিজয়ী ঘোষনা করা হবে এবং পুরস্কৃত করা হবে। ক্যাম্পেইন চলাকালীন ৭-১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মধ্যে শর্তটি পূরণ করতে হবে। সবথেকে বেশি পণ্য ‘এড টু কার্ট’ প্রতিযোগিতায় বিজয়ী পাবে একটি লেনোভো আইডিয়াপ্যাড ল্যাপটপ।
‘দারাজ ফ্রি ডেলিভারি’
বর্ষফূর্তি উপলক্ষে দারাজ অফার ২০২৩ চলছে ‘৯-এর উল্লাসে দিচ্ছে দারাজ ফ্রি ডেলিভারি অফার যা ক্যাম্পেইন চলাকালীন ১২-২৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলমান থাকবে।
৯-এর উল্লাসে দারাজ প্রি-পেমেন্ট-এ ক্যাশব্যাক অফার
বর্ষফূর্তি উপলক্ষে দারাজ অফার ২০২৩ চলছে ‘৯-এর উল্লাসে দারাজ দিচ্ছে প্রি-পেমেন্টে ক্যাশব্যাক অফার। এক্ষেত্রে, গ্রাহক কর্তৃক প্রতিটি অর্ডারের বিপরীতে বিকাশ, নগদ ও নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে থাকবে ক্যাশব্যাক।

দারাজে বিকাশ অফার ২০২৩
ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের সহযোগী মোবাইল ফাইন্যান্স সার্ভিস ‘বিকাশ’ দিচ্ছে ৯-এর উল্লাসে দারজ ক্যাম্পেইনে ১৫% ক্যাশব্যাক সুবিধা। নির্দিষ্ট শর্ত অনুযায়ী প্রতিটি অর্ডারে গ্রাহক ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
বাজেট ডিলস
বাজেট ডিলস নামে একটি অফার রয়েছে যা সকল গ্রাহকের জন্য প্রযোজ্য হবে। এখানে একজন সর্বোচ্চ ২০% ছাড় পেয়ে থাকবেন এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রাহকের করা অর্ডারে চেক আউট প্রয়োগ হবে। তবে, শর্ত হিসেবে শুধু একটি মাত্র অর্ডারে একবারই একটি পণ্যের জন্য প্রযোজ্য হবে।
দারাজ মেগা ডিলস
‘মেগা ডিলস’ দারাজের একটি কমন ক্যাম্পেইন ডিল যা দারাজ অনলাইন শপিং এর নবমতম বর্ষফূর্তি উপলক্ষে চলা ক্যাম্পেইন ‘৯-এর উল্লাসে দারজ’ এ ২২-২৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলমান থাকবে। দারাজ মেগা ডিলস-এর আওতায় মেনজ ফ্যাশন, বিউটি এন্ড গ্রুমিং, ওমেন্স ফ্যাশন, পারসোনল গ্যাজেট, হোম এন্ড লিভিং, মাদার এন্ড বেবি, মাসের বাজার, হোম ইলেক্ট্রনিকস, স্পোর্টস এন্ড আউটডোর, কম্পিউটার এক্সেসরিজ, মিডিয়া, মিউজিক, গেমিং ইত্যাদি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭০% ছাড়, ভাউচার, ০% ইন্টারেস্টসহ ইএমআইসহ দারাজ ফ্রি ডেলিভারি অফার চালু রেখেছে।
দারাজে নগদ অফার
মোবাইল ফাইন্যান্স সার্ভিস ‘বিকাশ’ এর মতো নগদও গ্রাহকদের দিচ্ছে ১৫% ক্যাশব্যাক সুবিধা যা শর্ত সাপেক্ষে গ্রাহক উপভোগ করতে পারবেন।
ফ্ল্যাশ সেল
দারাজ অনলাইন শপিং বাংলাদেশ-এর ৯ম বর্ষফূর্তিতে চলমান ক্যাম্পেইনে থাকছে জনপ্রিয় একটি অফার ‘ফ্ল্যাশ সেল’ যার মাধ্যমে গ্রাহক পর্যায়ে বেশি বেশি ছাড় উপভোগের ব্যবস্থা রয়েছে। এই অফারের আওতায় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য খুবই নগণ্য দামে বিক্রি করে থাকে। এবারের ফ্ল্যাশ সেলে টিভি, ফ্রিজসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস সামগ্রী প্রদর্শিত হবে।
শেষকথা
দারাজ অনলাইন শপিং বাংলাদেশ বিভিন্ন উপলক্ষে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে যার দারাজ ১১.১১ ক্যাম্পেইন; দারাজ ১ টাকার অফার, দারাজ ১০.১০ ক্যাম্পেইন; দারাজ ১২.১২; সামার সেলসহ বিভিন্ন দিবসে বিশেষ বিশেষ অফার দিয়ে থাকে যার মধ্যে বর্ষফূর্তি বা অ্যানিভার্সারি ক্যাম্পেইন অন্যতম।
