Header

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড । EBL-DARAZ VISA CO-BRAND CREDIT CARD । Ebl daraz visa co brand credit card limit

বাংলাদেশের সেরা অনলাইন মার্কেট দারাজ নিয়ে এলো ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড (EBL-DARAZ VISA CO-BRAND CREDIT CARD)। Ebl daraz visa co brand credit card limit

ads 1

বাংলাদেশের সেরা অনলাইন মার্কেট দারাজ নিয়ে এলো ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড (EBL-DARAZ VISA CO-BRAND CREDIT CARD)। ভিসা কো-ব্র্যান্ডেড কার্ডটি ‘প্রিপেইড ও ক্রেডিট কার্ড’ দুই ধরনের অপশন সম্বলিত হবে। অনলাইন মার্কেটপ্লেস দারাজ ও ইবিএল তাদের কো-ব্র্যান্ডেড এই ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ডটি শুধুমাত্র নির্বাচিত গ্রাহকদের প্রদান করে থাকবে। ভিসা প্লাটিনাম শ্রেণীর ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড-টি ব্যবহার করে গ্রাহকগণ নির্বিগ্নে দারাজসহ সকল অনলাইন মার্কেটপ্লেসে নিরাপদে লেনদেন করতে পারবেন। ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড-টিতে থাকছে একগুচ্ছ সুযোগ-সুবিধা। আসুন জেনে নেয়া যাক কিভাবে ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড-টি অর্ডার করা যাবে এবং কি কি সুবিধা রয়েছে।

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড-এর সুযোগ-সুবিধাসমূহঃ

বিশেষ ডিসকাউন্ট

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ বেশ কিছু অফার যার মধ্যে;

প্রথমত,  এই কো-ব্র্যান্ডেড কার্ডধারী একজন গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন (৫০০ টাকার বেশি প্রতি অর্ডারে ২ পারসেন্ট করে)।

দ্বিতীয়ত, বাৎসরিক ২,৫০,০০০ টাকা লেনদেনে সর্বোচ্চ ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন (লেনদেন বছর হিসেব হবে কার্ড চালুর দিন হতে)।

এছাড়া, আমায়া, ফিটনেস মার্ট, বাটা, লোটো, মাই ওয়ান, মিনিস্টার, মোশন ওয়ার্ল্ড, মেন ফেয়ার, এংরি মি হোমটেক্স, ইলেক্ট্রো ওয়ার্ল্ডসহ টপ ব্র্যান্ডের পণ্য অর্ডারে  থাকছে চমকপ্রদ ছাড় বা বিশেষ ডিসকাউন্ট যা ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত উপভোগ করা যাবে। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে থাকছে ‘বাই ওয়ান গেট টু’ ও ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। এই অফারের আওতায় থাকছে আমারই ঢাকা, হোটেল ইন্টার কন্টিনেন্টাল, হোটেল রেডিসন ব্লু, ক্রাউন প্লাজা হোটেল এন্ড রিসোর্টস।

ওয়েলকাম অফার

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য ওয়েলকাম অফার বা ছাড় হিসেবে থাকছে ৫০০ টাকার ডিস্কাউন্ট যার মেয়াদ থাকবে কার্ড চালু করার তারিখ হতে ৩ মাস (১০০০ টাকার প্রতিটি অর্ডারে একজন গ্রাহক ১৫ পারসেন্ট পর্যন্ত ছাড়ে এই ডিস্কাউন্ট পাবেন)।

বোনাস স্কাই কয়েন

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য থাকছে ৩০০০ বোনাস স্কাইকয়েন যা গ্রাহকগণ কার্ড চালু এবং প্রথম লেনদেন সম্পন্ন করার সাথে সাথে পেয়ে যাবেন।

এক্টিভেশন ও ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জ

গ্রাহকদের জন্য থাকছে কার্ডটি এক্টিভেশন ও ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জের উপর অফার। বছরে ১৮ বার লেনদেনে কার্ড এক্টিভেশন ও বাৎসরিক চার্জ দিতে হবে না।

আন্তর্জাতিক বিমানবন্দরে ইবিএল স্কাই লাউঞ্জ কমপ্লিমেন্টরি সুবিধা

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের জন্য থাকছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইবিএল স্কাই লাউঞ্জ-এ কমপ্লিমেন্টরি প্রবেশাধিকার সুবিধা। এছাড়া, প্লাটিনাম শ্রেণীর এই কার্ডধারীর জন্য থাকছে একজন অতিথি ও অনধিক ১২ বছরের একজন সন্তানসহ প্রবেশের সুযোগ যা শুধুমাত্র আভ্যন্তরীণ টার্মিনালের জন্য প্রযোজ্য হবে।

বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ-এ অগ্রাধিকার সুযোগ

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের জন্য থাকছে ১০০০+ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের আগারধিকার পাস সুবিধা।

ads 1

৪৫ দিনের সুদ বিহীন কেনাকাটা সুবিধা

অন্যান্য সকল ক্রেডিট কার্ড ব্যবহারকারীর মত ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডধারীরাও পাবে সর্বোচ্চ ৪৫ দিন ও সর্বনিম্ন ১৫ দিনের সুদ বিহীন কেনাকাটার সুবিধা।

ফ্রি চেক বই

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডধারী গ্রাহকের জন্য রয়েছে ফ্রি চেক বই সুবিধা। যেখানে কার্ড ব্যবহারের অপশন নেই এমন ক্ষেত্রে চেক বই ব্যবহার করে যেকোনো ধরনের পেমেন্ট করা যাবে। তবে, এক্ষেত্রে শুধু একাউন্ট পে সুবিধা উপভোগ করা যাবে।

ইএমআই বা জিআইপি সুবিধা

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডধারী গ্রাহকগণ যেকোনো কেনাকাটায় ৩ থেকে ৩৬ মাসের জিরো পারসেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধা বা জিআইপি সুবিধা উপভোগ করতে পারবে।

ফ্রি সাপ্লিমেন্টরি কার্ড

গ্রাহকগন একটি সাপ্লিমেন্টরি কার্ড-এর সেবা উপভোগ করতে পারবেন যা সম্পূর্ণ বিনামুল্যে। একই বিল সাইকেলের মেইন এবং সাপ্লিমেন্টরি উভয় কার্ডের লেনদেন এক বিলেই প্রদর্শিত হবে।

সহজ বিল পরিশোধ সুবিধা

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের সফল সকল লেনদেনের বিল পরিশোধের ক্ষেত্রে রয়েছে বহুবিধ সুবিধাঃ

  • ইবিএল ক্রেডিট কার্ডের বিল যেকোনো ইবিএল ব্যাংকের শাখা/উপশাখা/ইবিএল ড্রপবক্স হতে প্রদান করা যায়;
  • ইবিএল একাউন্ট হতে অটো ডেবিট করা যায়;
  • ইবিএল স্কাইব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করা যায়;
  • বিইএফটিএন এর মাধ্যমে যেকোনো ব্যাংক একাউন্ট হতে পরিশোধ করা যায়;
  • বিকাশ কিংবা নগদ মোবাইল ফাইন্যান্স সার্ভিসের মাধ্যমেও বিল পরিশোধ করা যায়।

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড কার্ড কিভাবে পাওয়া যাবে

ইবিএল দারাজ কো-ব্র্যান্ডেড প্রি-পেইড বা ক্রেডিট কার্ড করার জন্য একজন দারাজ গ্রহককে তাদের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে এবং দারাজ ওয়েবসাইট হতে আবেদন করতে হবে। আবেদনকারীর তথ্যের সত্যতা যাচাই শেষে ব্যাংক গ্রাহকের সাথে যোগাযোগ করবে এবং কার্ড সরবরাহ করবে।

EBL Daraz Visa co Brand Credit Card Limit

Ebl daraz visa co brand credit card limit is up to tk. 10 lac based on the profile of its customers.

শেষকথা

গ্রাহকদের দেয়া বিভিন্ন দারাজ অফার-এর ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে নিয়ে আসা ইবিএল দারাজ ভিসা কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড বাংলাদেশে অনলাইন মার্কেটপ্লেস বা ইকমার্স সেক্টরে একটি নতুন সংযোজন যা এই সেক্টরকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। দারাজ বছরজুড়েই তার গ্রাহকদের নিত্য নতুন সব অফার আর ডিসকাউন্ট দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্যাম্পেইন যেমন দারাজ ১ টাকা অফার, দারাজ ১১.১১, দারাজ ১২.১২, ইয়ার ইন্ড ক্লিয়ারেন্স সেল, সামার সেল, উইন্টার সেল ইত্যাদি দিয়ে থাকে। এসব অফারে নির্দিষ্ট পরিমাণ ছাড়ের সাথে থাকে প্রিপেমেন্ট-এ ক্যাশব্যাক এবং ফ্রি ডেলিভারি।

ads 1
সম্পর্কিত বিষয়
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More