Header

সংসারের খরচ কমানোর সহজ উপায়

সংসারের খরচ কমানোর সহজ উপায় । কেনাকাটায় বাঁচবে হাজার টাকা

স্বল্প বাজেট কিংবা অল্প আয়ে সংসারের খরচ কমিয়ে যুগপৎ ও সঠিক কেনাকাটাসহ সংসারের খরচ কমানোর সহজ উপায় জানার জন্য প্রয়োজন মানি ম্যানেজমেন্ট বা টাকার সঠিক ব্যবস্থাপনা। খরচের হিসাব ও তালিকা অনুযায়ী খরচ, সঞ্চয়ের মনোভাব, নিজের কেনাকাটা নিজে করা, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড কিংবা ইনস্টলমেন্ট অফারে আশায় অনলাইন পেমেন্টের পরিবর্তে নগদ পরিশোধের অভ্যাস ও একেবারে প্রয়োজন না হলে না কেনা, ইত্যাদি মানি ম্যানেজমেন্ট বা টাকা ব্যবস্থাপনার অংশ যা খরচের লাগাম টানতে ভূমিকা রাখে।

ads 1

স্বল্প বাজেট কিংবা অল্প আয়ে সংসারের খরচ কমিয়ে যুগপৎ ও সঠিক কেনাকাটাসহ সংসারের খরচ কমানোর সহজ উপায় জানার জন্য প্রয়োজন মানি ম্যানেজমেন্ট বা টাকার সঠিক ব্যবস্থাপনা। টাকার সঠিক ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান না থাকায় সংসারের বাজেট এলোমেলো হয়ে যায়। সংসার খরচ-এর লাগাম চলে যায় নিয়ন্ত্রনের বাইরে। পারিবারিক প্রেক্ষাপট বিবেচনায় ও সামাজিক স্ট্যাটাস বজায় রেখে চলতে গিয়ে আমাদের সবসময়ই কোনো না কোনো কেনাকাটা করতেই হয়। তবে কখনও কখনও আমরা প্রয়োজন না থাকলেও কিছু কিছু জিনিস ক্রয় করে থাকি একান্ত শখের বসে কিংবা সঙ্গি-সাথির প্ররোচনায়। নিতান্ত প্রয়োজন বিহীন এসব কেনাকাটা যেমন খরচ বাড়ায় তেমনই মাস শেষে হিমশিমও খেতে হয় কিংবা লাগাম টানতে হয় সংসারের খরচের। আবার অনেক সময় দেখা যায় যে সংসারের খরচ কমানোর সহজ উপায় বের করতে গিয়ে  বিশেষ  প্রয়োজনীয় কিছুও কেনা হতে বিরত থাকতে হয়। তাই কেনাকাটার পূর্বে আমাদের কিছু নিয়ম কিংবা টিপস অনুসরণ করা উচিত যার মাধ্যমে আমরা খরচ বাঁচানোর পাশাপাশি সঞ্চয়ও করতে সক্ষম হব। আজকে আমরা এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে কেনাকাটায় খরচ কমানো সম্ভব।

সংসারের খরচ কমানোর সহজ উপায় হিসেবে শুরুতেই পরিকল্পনা করুন

সাংসারিক কিংবা উৎসব বা অনুষ্ঠানে কেনাকাটার পূর্বে পর্যাপ্ত সময় নিয়ে পরিকল্পনা করুন। পরিবারের মাসিক বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার মাসিক আয় এর উপর ভিত্তি করে ব্যয় বা খরচের লাগাম টানতে হবে। অবশ্যই আয়ের একটি অংশ সঞ্চয়ের উদ্দেশ্যে সংরক্ষিত রাখতে হবে। মাসিক খরচ ও সঞ্চয় উদ্বৃত্তের অতিরিক্ত টাকা দিয়ে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে খাওয়ার কিংবা পারিবারিক অনুষ্ঠানের জন্য ব্যায় করতে পারেন।

অপরদিকে, উৎসব কিংবা অনুষ্ঠানের কেনাকাটার ক্ষেত্রেও বাজেট অনুযায়ী পরিকল্পনা করুন। খরচ কমানোর ক্ষেত্রে পরিপূরক বা বিকল্প কিছু খুঁজুন। লোক দেখানো মানসিকতা পরিহার করতে হবে।

মাসিক খরচের তালিকা তৈরি করুন

বুঝেশুনে খরচ করতে হলে অবশ্যই আপনাকে কেনাকাটার তালিকা তৈরি করতে হবে।মাসের শুরুতে কিংবা কোনো উৎসব বা অনুষ্ঠানে কেনাকাটার পূর্বে প্রয়োজন ও বাজেট অনুযায়ী পরিকল্পনা ও তালিকা প্রস্তুত করতে হবে। তালিকা প্রস্তুত পরবর্তী প্রধান কাজ হলো তালিকায় কোনো কিছুর ডুপ্লিকেট হয়েছে কিনা নীরিক্ষা করা এবং পরিমান কমিয়ে কাটছাঁট করা যায় কিনা তা দেখা। এরপর তালিকা অনুযায়ী কেনাকাটা করা। এতে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরচ হওয়ার আশংকা থাকে না।

সংসার খরচ বাঁচাতে বিকল্প উপায় খুঁজুন

জীবনকে উপভোগ করতে হলে প্রয়োজনের সাথে সাথে শখকেও প্রাধান্য দিতে হবে। তবে সঞ্চয়ী কিংবা জীবনযাপনের খরচ কমানোর ক্ষেত্রে কিছু কিছু সময় বিকল্প খোঁজার মানসিকতা আপনাকে তৈরি করতে হবে।মাসের শুরুতে কিংবা অন্য কোনো প্রয়োজনে কেনাকাটার তালিকা তৈরি পরবর্তী পদক্ষেপ হলো বিকল্প কিংবা পরিপূরক খোঁজ করা। অনেক সময় কমলা কিংবা মাল্টা (সিজন পরবর্তী সময়ে) কেনার ক্ষেত্রে এর পরিপূরক অন্য ফল পেয়ারা কেনা যেতে পারে। এছাড়া মাছ-মাংশ থেকে প্রাপ্ত প্রটিনের চাহিদা পূরণেও বিকল্প বা পরিপূরক খুঁজতে হবে।

অতিরিক্ত খরচ নয়

যে জিনিস যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ক্রয়ের অভ্যাস করুন। চাহিদার অতিরিক্ত ক্রয় পারিবারিক ব্যায় বৃদ্ধির অন্যতম কারণ। এক্ষেত্রে সুপার শপে কেনাকাটা এড়ানো বাঞ্ছনীয়। সুপারশপে গ্রাহককে চোখ ধাধানো ও মনমাতানো অফারে আকৃষ্ট করে অতিরিক্ত কেনাকাটার এক গোলকধাঁধায় পড়ে। মূল্য ছাড়, বোগো অফারসহ অন্যান চটকদার বিজ্ঞাপনের পণ্য নিতান্ত প্রয়োজন না হলে কেনাই ভালো।

অতিরিক্ত খরচ বাঁচাতেঅনলাইনে কেনাকাটা ও ক্রেডিট কার্ড ব্যবহার সীমিতকরণ

ads 1

বর্তমান সময়ে মানুষ কাজের ছাপ ও ব্যস্তটার জন্য শপিংমল বা বাজারে গিয়ে কেনাকাটার পরিবর্তে অনলাইনে শপিং করতে অভ্যস্ত হয়ে পড়েছে । অনলাইন কেনাকাটার ক্ষেত্রে যেহেতু নগদ টাকা পরিশোধের কোন বাধ্যবাধকতা থাকে না এবং পণ্য স্বচক্ষে দেখাও যায় না, তাই অতিরিক্ত পণ্য কেনার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও অনলাইন কেনাকাটার লেনদেন বা পেমেন্টের ক্ষেত্রে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করা হয়ে থাকে। এসব ক্ষেত্রে আমাদের যথাসম্ভব ক্রেডিট কার্ড পেমেন্ট অপশন এড়িয়ে ক্যাশ অন ডেলিভারি কিংবা অন্য কোনো পন্থা অনুসরণ করা উচিত। ক্রেডটি কার্ড-এর মাধ্যমে পেমেন্ট করা বিল সাধারণত মাসের একটি নির্দিষ্ট সময়ে পরিশোধ করার অপশন রয়েছে বিধায় ভুলক্রমে দেরি হওয়ায় বাড়তি জরিমানা গুণতে হয়।

সীমিত করতে হবে বাইরে খাওয়া

কাজের চাপ ও একঘেয়েমির প্রভাব ব্যক্তি জীবন ও পারিবারিক সম্পর্ক উভয়ের উপরই পড়ে। সম্পর্কে একটু উষ্ণতা ও সময়টাকে উপভোগ করতে কখনো কখনো পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে বাইরের খেতে যাওয়া হয়। কিন্তু ইদানীং বন্ধু-বান্ধব, পরিবার কিংবা আত্মীয়-স্বজন নিয়ে বাইরে খাওয়া-দাওয়া যেন হালের ফ্যাশন এবং কারো কারো ক্ষেত্রে যেন অভ্যাসে পরিনত হয়ে গেছে। সংসারের খরচ কমাতে প্রয়োজন ব্যতিরেকে এই অভ্যাসটি বাদ দিতে হবে। সীমিত পরিসরে সামাজিক মর্যাদা ও পারিবারিক বন্ধন রক্ষার্থে যতটুকু নয় তা ব্যাতিত সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এছাড়া, অফিস হতে ফেরার পথে বন্ধু বা সহকর্মীদের সাথে চা কিংবা কফি শপে আড্ডার অভ্যাসও ত্যাগ করতে হবে।

অল্প দুরত্বে বাহন নয়

যুগের উন্নয়নের সাথে সাথে মানুষ ইদানিং বেশিরভাগ ক্ষেত্রে অলস হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে ব্যাক্তি স্বাস্থ্যে পাশাপাশি আয়ের উপরও। দূরের গন্তব্যে বাহনের ব্যবহার করার পাশাপাশি কাছাকাছি যেকোনো কোনো দুরত্বেও আমরা রিকশা কিংবা উবার/পাঠাও মোটো কিংবা বাসের ব্যবহার বাড়িয়ে দিয়েছি। ৫-৭ মিনিটের দূরত্বের গন্তব্যে বাহনের পরিবর্তে হেঁটে গেলে শারীরিক ও আর্থিক উভয় দিকে উপকার পাওয়া যাবে। একান্ত বাহন ব্যবহার করতে হলে বাস কিংবা মেট্রো অনেকটা সাশ্রয়ী হবে। বাস কিংবা মেট্রোরেল সুবিধা না থাকলে শেয়ার্ড বাহন হিসেবে সিএনজি অটোরিকশা বা উবার ব্যাবহার করা যেতে পারে।

অনলাইন সাবস্ক্রিপশন ও ইউটিলিটি বিলে নজর দিন

ব্যয় কমানোর একটি পরিকল্পনা হিসেবে প্রয়োজন নয় এমন সকল অনলাইন সাবস্ক্রিপশনসমূহ ও ইউটিলিটি বিলে বিশেষ নজর দিতে হবে। পানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং এসকল বিল সময়মত পরিশোধ করতে হবে। অন্যথায়, দেরিতে পরিশোধজনিত কারণে জরিমানা গুনতে হবে যা মাসিক খরচের তালিকা ভারির জন্য দায়ী।

সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস তৈরি

নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করা একটি ভালো অভ্যাস। অনেকেই এই ভালো অভ্যাসটি তৈরি করতে ব্যর্থ হন বিধায় প্রয়োজনে অন্যের মুখোপেক্ষী কিংবা ধার-দেনায় পড়ে যান। এজন্য পুরো মাসের খরচ হিসেব করে অতিরিক্ত কিছু অর্থ বাংলাদেশে চালু বাণিজ্যিক ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট মেয়াদী আমানত হিসেবে জমা রাখা যেতে পারে। এছাড়া, বীমা কিংবা সঞ্চয়পত্র কিংবা প্রাইজবন্ড ক্রয় করেও বিনিয়োগ করা যেতে পারে। এছাড়া, অতি সাম্প্রতিক বাংলাদেশ সরকারের চালু করা সর্বজনীন পেনশন সর্বজনীন পেনশন ব্যবস্থায়ও বিনিয়োগ করা যেতে পারে।

শেষকথা

পরিশেষে বলতে হয় যে, চলমান অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্যে দ্রব্যমূল্যের উর্ধগতি হিমশিম খাওয়া স্বল্প ও মধ্য আয়ের মানুষের মধ্যে যে হাতাশা ও দৈন্যদশা কাজ করছে তা থেকে উতরে উঠতে আমাদের সাংসারিক খরচের হিসাব কষতে হবে খুবই ধৈর্য ও চতুরতার সহিত। আশাবাদী উপরে বর্ণনা করা সংসারের খরচ কমানোর সহজ উপায় অনুসরনে সংসার খরচ কিছুটা সংকুচিত করা সম্ভব হবে একই সাথে ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করা সম্ভব হবে। এছাড়া, মাসিক খরচের তালিকা কমাতে আমরা বাংলাদেশের সেরা অনলাইন গ্রোসারি শপ তালিকা হতে বিভিন্ন অফার ও কম দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চাল-ডাল, তেল, লবণ, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম থেকে শুরু করে সব কিছু ক্রয় করতে পারি।
ads 1
সম্পর্কিত বিষয়
1 Comment
  1. […] অতিরিক্ত খরচ বাঁচাতে দারাজ ডটকম ডট বিডি ১২ জুলাই ২০২৩ হতে তাদের সকল নতুন ও পুরাতন গ্রাহকদের জন্য ফ্রি ডেলিভারি ও বিকাশ ক্যাশব্যাক ক্যাম্পেইনটি চালু করে যা ৩১ আগস্ট ২০২৩ রাত ২৩ঃ৫৯ মিনিট পর্যন্ত চলবে। তবে শর্ত হিসেবে ক্যাম্পেইন চলাকালীন সপ্তাহের প্রতি বুধবার কেনাকাটার জন্য ফ্রি ডেলিভারি ও বিকাশ ক্যাশব্যাক অফারটি প্রাপ্ত হবে। ক্যাম্পেইন চলাকালীন সপ্তাহের প্রতি বুধবার গ্রাহক সর্বনিম্ন ৫০০ টাকা মূল্যমানের কেনাকাটায় ১০% ক্যাশব্যাক পাবেন এবং প্রতি লেনদেনের জন্য সর্বোচ্চ ১০০ টাকা এবং ক্যাম্পেইন চলাকালীন প্রতি মাসে সর্বোচ্চ দুইবার এবং ২০০ টাকা ক্যাশব্যাক প্রাপ্ত হবেন। একজন গ্রাহক পুরো ক্যাম্পেইন সময়কালীন সর্বোচ্চ ৪০০ টাকা যা সাথে সাথে প্রাপ্ত হবেন। […]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More